গুজবে বিভ্রান্ত হবেন না: তাসকিন

তাসকিন আহমেদ, ফাইল ফটো
বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছিল! ঘটনার পরপরই ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরবর্তীতে স্ট্যাটাসে বন্ধুকে মারধরের বিষয়টি অস্বীকার করেন তাসকিন।

promotional_ad

অভিযোগে বলা হয়েছিল, তাসকিন ফোন করে সৌরভকে ডেকে নেন এবং সেখানে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন। শুধু তাই নয়, ভয়ভীতি ও হুমকিও দেন জাতীয় দলের এই পেসার। থানা সূত্রের দাবি, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।


আরো পড়ুন

সব অভিযোগ মিথ্যা, আমি কাউকে কিছু করিনি: তাসকিন

৩ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তাসকিন, ক্রিকফ্রেঞ্জি (ফাইল ছবি)

ফেসবুকে তাসকিন লিখেন, 'সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।


'যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)) আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।'


promotional_ad



আরো পড়ুন

সিমন্সের চাকরি হারানোর গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিলেন মিঠু

৩ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এর আগে এনিয়ে বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, 'মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। কি হয়েছে সেটা আগে বের হোক।'


কয়েকদিন আগেই তাসকিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরের ঘটনায় শিরোনামে এই ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball