স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা আনল বিসিবি

ছবি: বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

এখন থেকে স্টেডিয়ামে খাবার বা পানি নিয়ে যাওয়া যাবে না। এক বিবৃতিতে এমনটা পরিষ্কারভাবে নিশ্চিত করেছে বিসিবি। 'বিশেষ নিরাপত্তাজনিত কারণে' এমনটা করা যাবে না বলে জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে ঘিরে চলাচলের সময়সীমা বাড়ালো মেট্রোরেল কর্তৃপক্ষ
৪ ঘন্টা আগে
বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, 'বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের আগামী ২২ এবং ২৪শে জুলাই অনুষ্ঠিতব্য ২য় ও ৩য় টি-টোয়েন্টি খেলা দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।'
এদিকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগও নিয়েছে বিসিবি। এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিলও।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এ দিন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ।
ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের
১৯ ঘন্টা আগে
এই ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে জানিয়েছে বিসিবি। সেই সঙ্গে উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিসিয়ালরা কালো বাহুবন্ধনী পরবেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না। বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে এবং জাতির এই শোকের সময়ে সংহতি প্রকাশ করছে।
সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত আরো শতাধিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসানরা এই ঘটনায় শোক জানিয়েছেন। এই ঘটনা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। শোক জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররাও।