শান্তকে সহযোগিতা করলে এমন ইনিংস আরও আসবে, বিশ্বাস বাশারের

বাংলাদেশ
শান্তকে সহযোগীতা করলে এমন ইনিংস আরও আসবে, বিশ্বাস বাশারের
নাজমুল হোসেন শান্ত ও হাবিবুল বাশার
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গল টেস্টে জয়ের আশা জাগিয়েও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। তবে এই টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও নাঈম হাসান। তবে তিন জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অধিনায়ক শান্তকে নিয়েই।

প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এ ছাড়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো টেস্ট ম্যাচে দ্বিতীয়বারের মতো দুই ইনিংসে দুই সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত। গল টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে ২৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

চার নম্বরে নেমে শান্ত ১২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এর আগে প্রথম ইনিংসে ১৪৮ রান করেন এই ব্যাটার। শান্তর এমন ফর্ম দেখে অবাক হননি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। তিনি মনে করেন এই ধরনের ব্যাটিংয়ের সামর্থ্য বরাবরই আছে শান্তর। তবে ক্রমাগত সমালোচনার কারণে এই ব্যাটার বিভিন্ন সময় চাপে পড়ে যান।

শান্তর প্রশংসা করে বাশার বলেন, 'আমি আশা করছি যে এরপরে দুই-একটা ম্যাচে রান না করলে আবার তাকে নিয়ে কথা শুরু হবে না। আমরা তো তাকে চিনি প্রথম থেকে। সে আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান... আমাদের দলের, সব ফরম্যাটে। তাই ওর এরকম ব্যাটিং দেখে আমি মোটেই অবাক হইনি। সে এরকমই ব্যাটসম্যান। এই ধরণের ব্যাটিং করার সামর্থ্য ওর আছে। আমরাই বরং অনেক সময় তাকে একটু চাপের মধ্যে ফেলে দেই। কারণ যখন ক্রমাগত ট্রোলিং হয়, সমালোচনা হয়, এটার প্রভাব পড়ে। খেলার উপর কিন্তু প্রভাব পড়বে।'

অনেক ক্রিকেটারই সমালোচনা সহজভাবে নিতে পারেন না। তাদের ব্যক্তি জীবনেও এর প্রভাব পড়ে। শান্ত ভালোভাবে ফিরে এসেছেন দেখে আনন্দিত বাশার। তা ছাড়া টানা দুই সেঞ্চুরি করাকেও বড় কৃতিত্ব হিসেবেই দেখছেন বাশার। সবাই শান্তকে সহযোগীতা করলে ভবিষ্যতে এমন আরও ইনিংস দেখা যাবে বলে আশাবাদী বাশার।

তিনি বলেন, 'আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি এটা এতটা সহজ হয় না। সেটাই কিন্তু ওর ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে একটু পড়ছিল আমার কাছে মনে হয়েছে ওর ব্যাটিং দেখে। ভালো জিনিস হলো সে ভালোভাবে ফিরে এসেছে। এটা সহজ নয়। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। সে দারুণভাবে ফিরেছে এবং টেস্ট ম্যাচে ব্যাক-টু-ব্যাক হান্ড্রেড অবশ্যই বিশেষ কিছু। সেটা করতে পেরেছে সে এবং শান্তর এই সামর্থ্যটা খুব ভালোমতোই আছে। আমার মনে হয় আমরা যদি সবাই একটু ওকে সাহায্য করি তাহলে ভবিষ্যতে আরও ভালো খেলতে পারবে। কারণ ওর আরো ভালো খেলার সামর্থ্য আছে।'

আরো পড়ুন: নাজমুল হোসেন শান্ত