গলে মেহেদী হাসান মিরাজকে ছাড়াই খেলেছে টাইগাররা। অসুস্থতার কারণে এই অফ স্পিন অলরাউন্ডার বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই মিরাজ ফিরছেন। গল টেস্ট শেষে এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। কলম্বোতে কন্ডিশন ভিন্ন হলেও ভালো পারফরম্যান্স নিয়ে আশাবাদী শান্ত।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'অবশ্যই আমার মনে হয় এই ম্যাচটা অবশ্যই কনফিডেন্স দেবে এবং মিরাজ এখন সুস্থ আছে পুরোপুরি। আশা করছি যে হয়তো পরের ম্যাচে সে খেলবে। আমার মনে হয় যে কন্ডিশনটা আলাদা হবে এবং ওইখানে যাওয়ার পরে আসলে ওই মাঠে খুব কম প্লেয়ারেরই খেলার অভিজ্ঞতা আছে।'
গল টেস্টে মিরাজকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল বাংলাদেশ। এমনকি একাদশ নিয়ে শেষ পর্যন্ত ধোঁয়াশা রেখেছিলেন শান্ত। কলম্বোতেও কন্ডিশন বুঝে একাদশ সাজানো হবে বলে জানিয়েছেন শান্ত। গল টেস্ট ড্র হলেও সেই আত্মবিশ্বাস নিয়ে কলম্বোতে মাঠে নামতে চান বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেছেন, 'হয়তো মুশফিক ভাই মনে হয় একটা ম্যাচ খেলেছে (কলম্বোতে)। এ ছাড়া কোনো প্লেয়ার খেলেনি। সো ওইখানে কন্ডিশনটা বুঝে আসলে টিম কম্বিনেশন হবে এবং আসলে ব্যাটিংটা আমরা ওইখানে কি অ্যাপ্রোচে ব্যাটিংটা করা লাগবে, ওই জিনিসগুলো আসলে ওইখানে যাওয়ার পরে আসলে বুঝতে পারবো। বাট ডেফিনেটলি এই ম্যাচটাতে অবশ্যই টিমকে একটু কনফিডেন্স দিবে।'
বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে প্রশংসায় ভাসিয়ে শান্ত বলেছেন, 'আমার মনে হয় যে ম্যাথিউস যেভাবে ক্যারিয়ারটা শেষ করেছেন, ব্রিলিয়ান্ট। কন্ট্রিবিউশন তার দেশের জন্য অনেক বেশি। এবং ১০০ টেস্টের উপরে খেলা এটা অনেক বড় একটা ব্যাপার। সো অনেক, আমি যেটা একটু আগেও বললাম যে অনেক ইয়াং ক্রিকেটাররা আসলে তাকে দেখে শিখবেন বা তাদের হয়তো ইচ্ছা হবে যে কিভাবে ১০০ টেস্ট আমিও খেলবো।'