promotional_ad

মিরপুরে ‘ড্র’ করে সিরিজ হার সোহানদের

নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি
নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে চারদিনের ম্যাচের সিরিজে বাংলাদেশকে সিরিজ হারিয়ে দিয়েছে কিউইরা। সিরিজের প্রথম ম্যাচে ৭০ রানের জয় পেয়েছিল সফরকারীরা। আর দ্বিতীয় ম্যাচটি ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে তারা।

promotional_ad

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ ড্র করার সম্ভাবনা ছিল। তবে নুরুল হাসান সোহানের দল সেটা পারেনি বৃষ্টির বাঁধার কারণেই। প্রথম তিন দিনে বৃষ্টির বাধায় একাধিকবার খেলা বন্ধ হয়েছে। এর মধ্যে কোনো মতে দুই ইনিংসের খেলা শেষ হয়েছে।


আরো পড়ুন

মুরাদ-নাঈমের ঘূর্ণির পর ব্যাটারদের ব্যর্থতায় হারল বাংলাদেশ ‘এ’

১৭ মে ২৫
নাইম হাসান ও হাসান মুরাদ

প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানদের ৩৫৭ রানের জবাবে নিক কেলির সেঞ্চুরিতে ৩৭৯ রান করে নিউজিল্যান্ড। ২২ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে চতুর্থ দিন বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান তুলেছে। নিশ্চিত ড্রয়ের পথে যাচ্ছে দেখে বেলা সাড়ে ৩টায় আম্পায়াররা দুই অধিনায়কের সঙ্গে আলোচনা করে ম্যাচ সমাপ্ত ঘোষণা করেন।


promotional_ad

তৃতীয় দিনের খেলা শেষে কিউইদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৭৭ রান। ৮৩ রান করে অপরাজিত ছিলেন নিক কেলি। তার সঙ্গে ম্যাট বয়েল ব্যাট করছিলেন ৪৪ রান নিয়ে। বয়েল চতুর্থ দিনের শুরুতে আউট হয়ে যান ৫৮ রান করে। যদিও অন্যপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন কেলি।


আরো পড়ুন

অমিত-সোহানদের ছাপিয়ে দিনটা নিউজিল্যান্ডের

২২ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

তার ইনিংস শেষ হয় ১০৩ রানে। এমন ইনিংসের পর ম্যাচ সেরাও হয়েছেন এই কিউই ব্যাটার। কেলি প্রথম ম্যাচেও করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। সিরিজের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের নাঈম হাসান ৪টি ও খালেদ আহমেদ শিকার করেছেন ৩ উইকেট।


দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ খুব একটা ভালো করেনি। শুরুতেই ২৪ রান করে ফেরেন এনামুল হক বিজয়। আর সাইফ হাসান আউট হন ১৬ রান করে। জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball