নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

ছবি: নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

বাংলাদেশের এই ব্যাটার ৯৪ বলে খেলেছেন ৮২ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি ফসকেছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। ২ রানের জন্য ৫০ রানে পৌঁছাতে পারেননি। তিনে নামা সাইফ হাসান অবশ্য খেলেছেন ৫১ রানের ইনিংস। মিরপুর স্টেডিয়ামে বৃষ্টি শুরু হয়েছিল দুপুরে।
২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’
২০ মে ২৫
যদিও সেই বৃষ্টি থামেনি বিকেল বেলাতেও। ফলে নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা সমাপ্ত করেন আম্পায়াররা। এর আগে অমিত হাসান অপরাজিত ১৬ রানে, তার সঙ্গে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই উইকেটরক্ষক ব্যাটার অপরাজিত আছেন ১ রান করে।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাইম ও বিজয়। দুজনে যোগ করেছেন ১৩০ রান। বিজয় আউট হয়েছেন জ্যাক ফক্সের বলে উইকেটের পেছনে মিচ হেইকে ক্যাচ দিয়ে। পরের ওভারে আউট হয়েছেন নাইমও।
হোয়াইটওয়াশই লক্ষ্য সোহান-অঙ্কনদের
৯ মে ২৫
বাংলাদেশের এই ওপেনারের সেঞ্চুরির স্বপ্ন শেষ হয়েছে ডিন ফক্সক্রফটের দুর্দান্ত ক্যাচে আউট হয়ে। এরপর বাংলাদেশের ইনিংসের হাল ধরেন জাকির হাসান ও সাইফ হাসান। জাকির আউট হয়েছেন ৩৩ বলে ১৮ রান করে। আর তাতেই সাইফের সঙ্গে তার জুটি ভাঙে ৪৪ রানে।
ম্যাট বোয়েলের বলে রাইস মারুকে ক্যাচ দিয়ে ফিরেছেন জাকির। এরপর অমিতকে নিয়ে বেশিদূর এগোতে পারেননি সাইফ। তিনি হাফ সেঞ্চুরি তুলেই ফিরেছেন সাজঘরে। তাকে আউট করেছেন ফক্স। অবশ্য বৃষ্টির আগ পর্যন্ত অমিত ও অঙ্কন মিলে খেলা চালিয়ে গেছেন।