২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক লিটন

ছবি: বাংলাদেশের টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস, ফাইল ফটো

গত বছর তিন ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে চলতি বছরের জানুয়ারিতে তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। এরপর ইনজুরির কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও ছিলেন না।
টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত-হৃদয়, বাদ মিরাজ-তাসকিন
১ ঘন্টা আগে
ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে ঐ সিরিজে নেতৃত্বের দায়িত্ব পান লিটন দাস। তার অধীনেই দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ, তিন ম্যাচের সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এই সাফল্যে লিটনের নেতৃত্বের প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটপাড়ায়। যদিও বর্তমানে আঙুলের ইনজুরিতে আছেন তিনি।

ম্যানেজমেন্টের প্রত্যাশা দ্রুতই ফিট হয়ে উঠবেন লিটন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক থাকবেন লিটন। ওয়ানডে এবং টেস্ট দল সামলাবেন শান্ত।
বাংলাদেশের হয়ে বড় কিছু অর্জন করতে চাই, এটাই বড় লক্ষ্য: সোহান
১ ঘন্টা আগে
২১ মে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন শান্তরা। তবে দুই সিরিজের মাঝে প্রায় তিন সপ্তাহের বিরতি থাকায় সময়টা কাজে লাগাতে চেয়েছিল বাংলাদেশ।
বিশ্বকাপের পাশাপাশি পাকিস্তান সফরের প্রস্তুতি নিতে তাই সংযুক্ত আরব আমিরাতে সিরিজ খেলবে টাইগাররা। 'আনুষ্ঠানিকভাবে' সংযুক্ত আরব আমিরাত সিরিজ থেকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন লিটন।