জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

ছবি: বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

জেলা পর্যায়ের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে একটা বিভাগ থেকে বিসিবির পরিচালক হবেন কোন ব্যক্তি। জেলা পর্যায়ের কাউন্সিলরদের কাউন্সিলরশীপ পরিবর্তনশীল, প্রতি ভোটের আগে কাউন্সিলরশীপ পরিবর্তন হতে পারে। তামিমের আবেদন, কাউন্সিলরশীপ যেনো এমন ব্যাক্তিদেরই দেয়া হয় যারা ক্রিকেট বোঝেন এবং নিজের জেলা এবং বিভাগের ক্রিকেট উন্নয়নে কাজ করবেন।
৩ মাস পর ক্রিকেটে ফিরবেন তামিম
২৫ এপ্রিল ২৫
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে নিজ বক্তব্যে তামিম বলেন, 'আমি ছোটো হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা যোগ্য ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক... যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে—যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।'
তিনি আরো বলেন, 'অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।'

তিন ম্যাচে দুই সেঞ্চুরি, দলের জয়ে অবদান রেখে খুশি আবরার
৭ ঘন্টা আগে
দেশের বিভিন্ন অঞ্চলের অব্যবস্থাপনার কথাও তুলে ধরেছেন তামিম। দেশের বিভিন্ন অঞ্চল ও জেলা থেকে উঠে আসা ক্রিকেটারদের উন্নতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
তামিম বলেন, 'এমন অনেক জেলায় গিয়েছি আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি... এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি।'
তামিম আরও মনে করেন, যদি কেউ তার নিজ জেলা বা বিভাগের ক্রিকেটে উন্নয়ন সাধন করতে ব্যর্থ হন, তবে তার বোর্ডের উচ্চপদে আসার অধিকারী হওয়ার প্রশ্নই উঠে না। তার মতে, যারা ঘরোয়া ক্রিকেটের সঠিক উন্নয়ন নিশ্চিত করতে পারবেন, কেবল তাদেরই বোর্ডের নেতৃত্বে আসা উচিত।
তামিম বলেন, 'সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।'