promotional_ad

বোলিংয়ে মিরাজের উন্নতি, ব্যাটিংয়ে শান্ত-মুমিনুল-জাকের

সিলেট টেস্টে ১০ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
জিম্বাবুয়ের বিপক্ষে লিড বাড়িয়ে নিতে মেহেদী হাসান মিরাজের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে চমৎকার ব্যাটিংয়ে সেঞ্চুরি করে সবার আস্থার প্রমাণও দিয়েছেন মিরাজ। ব্যাটিংয়ে সেঞ্চুরি করা অলরাউন্ডার বল হাতে ছিলেন আরও দুর্দান্ত। জিম্বাবুয়ের পাঁচ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে চট্টগ্রাম টেস্ট জেতানোর পাশাপাশি সিরিজেও সমতা এনে দিয়েছেন তিনি।

promotional_ad

সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন মিরাজ। ব্যাটিংয়ের সময় সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে দুই হাজার রান ও দুইশ উইকেটও নিয়েছেন মিরাজ। এমন কীর্তির দিনে আইসিসি থেকেও সুখবর পেয়েছেন তিনি। যদিও সিলেট টেস্টে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেয়ার সুফল হিসেবে আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার।


আরো পড়ুন

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়ে ৬ জনকে ধন্যবাদ মিরাজের

১০ ঘন্টা আগে
ম্যাচ সেরার পুরষ্কার হাতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

সাপ্তাহিক হালনাগাদে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ২৬ নম্বরে আছেন মিরাজ। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। পরের ইনিংসেও একই সমান উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের এই স্পিনার। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এক টেস্টে ১০ বা তার চেয়ে বেশি উইকেট নেয়ায় র‌্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে মিরাজের।


promotional_ad



আরো পড়ুন

চট্টগ্রাম টেস্ট জিতেও শান্ত বললেন, খুব বেশি খুশি নই

৯ ঘন্টা আগে
সিরিজ সমতায় শেষ হওয়ায় এক ট্রফি নিয়ে দুই অধিনায়কের ফটোসেশন, ক্রিকফ্রেঞ্জি

ব্যাটারদের মাঝে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও জাকের আলী অনিক। সিলেটে প্রথম ইনিংসে ৫৬ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে আউট হয়েছিলেন ৪৭ রানে। এমন ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। শান্ত প্রথম ইনিংসে ৪০ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন। খেলেছিলেন ৬০ রানের ইনিংস।


৪ ধাপ এগিয়ে তাই ৫৩ নম্বরে উঠে এসেছেন শান্ত। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি (৫৮ রান) করে ১০ ধাপ এগিয়েছেন জাকের। ডানহাতি উইকেটকিপার ব্যাটার বর্তমানে আছেন ৫০ নম্বরে। সিলেট টেস্টে ৯ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন ব্লেসিং মুজারাবানি। বর্তমান জিম্বাবুয়ের পেসার আছেন ১৫ নম্বর স্থানে। মুজারাবানির রেটিং এখন ৭০৫। জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৭০০ রেটিং পার করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball