ঝড়ো ব্যাটিংয়ে রংপুরকে জেতালেন নাসির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় লিগ টি-টোয়েন্টির আগে ফিটনেস টেস্টে পাস তামিম
৩ ডিসেম্বর ২৪
তামিম ইকবাল-মুমিনুল হক-মাহমুদুল হাসান জয়দের নিয়ে সাজানো চট্টগ্রামের ব্যাটিং লাইন আপ। এবার তাদের বিপক্ষেই ঝড়ো ব্যাটিং করে রংপুরকে জিতিয়েছেন নাসির হোসেন।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে তারা এই অলরাউন্ডার এদিন ৪৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। এই ইনিংস খেলার পথে ২টি ছক্কা ও ৭টি চার মেরেছেন নাসির। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন তানবির হায়দার। তার ব্যাট থেকে এসেছে ৫৪ বলে অপরাজিত ৩৬ রান।

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিল চট্টগ্রাম। তারা অল আউট হয়েছিল মাত্র ১২৬ রানে। তামিম করেছিলেন মাত্র ১৯ রান। আর মুমিনুলের ব্যাট থেকে এসেছিল ১৩ রান।
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার
৬ জুলাই ২৫
এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি শেষ দিকে হাসান মুরাদ ২৩ রানের একটি ইনিংস খেলে চট্টগ্রামের কিছুটা মান রক্ষা করেছেন। রংপুরের বোলারদের মধ্যে একাই ৪ উইকেট নিয়েছিলেন মুকিদুল ইসলাম। ৩টি উইকেট নেন মুশফিক হাসান। দুটি উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু। আর এক উইকেট গেছে সোহরাওয়ার্দি শুভর ঝুলিতে।
জবাবে খেলতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি রংপুরও। তাদের ইনিংস থামে ২২২ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন নাইম ইসলাম। ২৯ রান আসে তানবিরের ব্যাট থেকে। চট্টগ্রামের হয়ে একাই পাঁচ উইকেট নিয়ে রংপুরকে ধসিয়ে দেন মুরাদ। তিন উইকেট নেন ইয়াসির আরাফাত। একটি করে উইকেট পান মেহেদী হাসান ও আহমেদ শরিফ।
দ্বিতীয় ইনিংসেও অব্যাহত ছিল চট্টগ্রামের ব্যাটারদের ব্যর্থতা। তামিম করেন ২১ রান। মুমিনুলের ব্যাটে আসে ২২ রান। যদিও একপ্রান্ত আগলে রেখে ৬৭ রানের ইনিংস খেলে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেন ইরফান শুক্কুর। ফলে রংপুরের সামনে ১০৭ রানের সহজ লক্ষ্য দাঁড়ায়। নাসিরের-তানবিরের ব্যাটে সেই লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে রংপুর।