‘বাংলাদেশে খেলা এতো সহজ না, সেখানকার কন্ডিশনকে সম্মান করো’
মিরপুরের চিরচেনা উইকেটেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাঠে তিন ফরম্যাটেই এখানে স্পিন-সহায়ক ধীরগতির উইকেট বানানো হয়, এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। যখন বেশিরভাগ দল স্পোর্টিং উইকেট তৈরি করছে, বাংলাদেশ তখন উইকেট থেকে সুবিধা নিতেই নিজের ঘরের কন্ডিশনে আগের নীতি অনুসরণ করেছে। এ নিয়ে ম্যাচ শেষে খানিকটা অভিযোগও ছিল পাকিস্তানের কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আঘার। যদিও বাংলাদেশের উইকেটকে আরো বুঝেশুনে খেলতে পারত পাকিস্তান, এমনটা মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল।