
আরব আমিরাতকে উড়িয়ে সুপার ফোরে পাকিস্তান
সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। পাকিস্তানের দেয়া ১৪৭ রানের জবাবে ১০৫ রানে অল আউট হয়েছে আরব আমিরাত। দলটি মাঝারি লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। সর্বোচ্চ ৩৫ রান করেছেন রাহুল চোপড়া।