
৪ কোটির সাকারিয়া এখন ২ লাখ রুপির নেট বোলার
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক চেতন সাকারিয়ার। বাঁহাতি পেসার পরবর্তীতে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়েও। কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও ম্যাচ পাওয়া হয়ে উঠেনি তার। একটা সময় ৪ কোটি ২০ লাখ রুপি দাম উঠলেও চোট আর ছন্দহীনতায় নিজেকে হারিয়ে খুঁজছেন সাকারিয়া। লম্বা সময় চোটের সঙ্গে যুদ্ধ করে আবারও ক্রিকেটে ফেরা বাঁহাতি পেসারকে আগামী মৌসুমে দেখা যাবে কলকাতার নেট বোলার হিসেবে।