
শাহীন আফ্রিদির কাছে আমলাকে বোলিং করা সবচেয়ে কঠিন
‘সত্যিকারভাবে এযাবৎকালের অন্যতম সেরা মানুষ।’ টুইটারে হাশিম আমলাকে দেয়া বিদায়ী বার্তায় এমন একটা লাইন লিখেছিলেন ডেল স্টেইন। মানুষ হিসেবে সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার সতীর্থ থেকে সমর্থক সবার কাছেই ছিলেন অনন্য। আমলা মানুষ হিসেবে যতটা সহজ ছিলেন ব্যাটার হিসেবে ঠিক ততোটা কঠিন ছিলেন প্রতিপক্ষের বোলারের জন্য। শাহীন শাহ আফ্রিদির কথায়ও ফুটে ওঠল সেটা। পাকিস্তানের তারকা পেসারের কাছে আমলাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।