
বাংলাদেশের উইকেট ধোঁকা দিয়েছে, স্বীকার করলেন সাইম আইয়ুব
সর্বশেষ বাংলাদেশ সফরটি ভালো যায়নি সাইম আইয়ুবের। তিন ম্যাচে মোটে ২৮ রান করেছেন পাকিস্তানের এই ওপেনার। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি।
সর্বশেষ বাংলাদেশ সফরটি ভালো যায়নি সাইম আইয়ুবের। তিন ম্যাচে মোটে ২৮ রান করেছেন পাকিস্তানের এই ওপেনার। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি।
কেপ টাউন টেস্টের সপ্তম ওভারে মোহাম্মদ আব্বাসের ফুলার লেংথ ডেলিভারিতে এজ হয়েছিলেন রায়ান রিকেলটন। বাঁহাতি ওপেনারের ব্যাট ছুঁয়ে গালি ও ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝ দিয়ে বল চলে যেতে থাকে সীমানার দিকে। বলের পেছনে ছুঁটতে থাকেন আমের জামাল ও সাইম আইয়ুব। একেবারে শেষ মুহূর্তে স্লাইড করে বল থামানোর চেষ্টা করেন পাকিস্তানের এই ফিল্ডার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নেই ফখর জামান। সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলেও দেখা যায়নি টপ অর্ডার এই ব্যাটারকে। আসন্ন সিরিজগুলোতে তারুণ্যে ভরা পাকিস্তান দলে তিনি জায়গা পাবেন কিনা সেটা নিয়েও আছে সংশয়। যদিও ফখরকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান দেশটির সাবেক অধিনায়ক ইউনিস খান।
নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদিরা সুবিধা করতে না পারায় ‘পার্ট টাইম’ স্পিনার সালমান আলী আঘা ও সাইম আইয়ুবের হাতে বল তুলে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে দুজনে মিলে নিয়েছেন ৫ উইকেট। যেখানে একাই ৪ উইকেট শিকার করেছেন সালমান। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও পাকিস্তানের ‘পারফর্মার অব দ্য ডে’ সালমান ও সাইম। তারা দুজনে মিলে গড়েছেন ১৪১ রানের জুটি। ১০৯ রানের ইনিংস খেলে সাইম ফিরলেও ৮২ রানে অপরাজিত থেকে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন সালমান। প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।