
ডট বলের মন্ত্রেই সফল মোসাদ্দেক
রহমতউল্লাহ আলীকে ফিরিয়ে শুরু করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। পরবর্তীতে মিনহাজুল আবেদিন সাব্বির, শরিফুল ইসলাম ও গোলাম কিবরিয়ার উইকেটও নিয়েছেন ডানহাতি অফ স্পিনার। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে মাত্র ৮৮ রানে আটকে দেয়ায় বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক। ৬ ওভারে এক মেডেনসহ ৩৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ৩৬ বলের মাঝে ২০টি ডেলিভারিতেই কোনো রান দেননি তিনি।