আবাহনীর প্রধান কোচ এখন হান্নান সরকার

ঘরোয়া
আবাহনীর নতুন কোচের দায়িত্বে হান্নান সরকার
আবাহনীর নতুন কোচের দায়িত্বে হান্নান সরকার,ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করছেন হান্নান সরকার। এবার নির্বাচকের চাকরি ছেড়ে কোচিং পেশায় আসলেন সাবেক এই ক্রিকেটার। ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করলেন তিনি। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছে আবাহনীর একটি সূত্র।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই আবাহনীর হয়ে কাজ শুরু করবেন হান্নান। জাতীয় দলের নির্বাচক হিসেবে ২০২৪ সালে দায়িত্ব নিয়েছিলেন তিনি। গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক কমিটিতে দুই বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছিল।

যদিও এক বছরের মধ্যেই দায়িত্ব ছেড়ে দেন হান্নান। এর আগে অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। সেখান থেকেই পদোন্নতি দিয়ে তাকে জাতীয় দলের নির্বাচক করা হয়। 

এদিকে এর আগে বেশ কয়েকটি মৌসুমে আবাহনীর কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। এবার অবশ্য প্রাইম ব্যাংকের কোচ হতে পারেন সুজন, সেই গুঞ্জনও শোনা যাচ্ছে। আর হান্নানের সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করার প্রস্তাব পেয়েছেন তারেক আজিজ খান। এখনও অবশ্য সেই প্রস্তাব গ্রহণ করেননি তারেক আজিজ, এমনটাই জানিয়েছে সেই সুত্র।

বরাবরের মতো এবারও শক্তিশালী দল গড়তে যাচ্ছে আবাহনী। নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, রিপন মন্ডলদের মতো ক্রিকেটারদের ইতোমধ্যে দলে ভিড়িয়েছে আবাহনী, এমনটাই জানিয়েছে সেই সূত্র।

বিসিবির চাকরি ছাড়া প্রসঙ্গে হান্নান বলেছিলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’

‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’

আরো পড়ুন: হান্নান সরকার