ভারতীয় ক্রিকেট

‘অবসরের পর পার্টি করো, এখন ক্রিকেটে মন দাও’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 শনিবার, 11 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বয়সভিত্তিক ক্রিকেটের পারফরম্যান্সের কারণে পৃথ্বী শকে ভারতের ভবিষ্যত হিসেবে ভাবা হতো। তবে কয়েক বছরে মাঝে নিজেকে হারিয়ে খুঁজছেন তরুণ এই ক্রিকেটার। মাঠের বাইরের কর্মকাণ্ডের সঙ্গে পারফরম্যান্সের ঘাটতিতে কোথাও নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না পৃশ্বী। ক্রিকেটে মনোযোগ দেয়ার পরিবর্তে পৃথ্বী ব্যস্ত সময় পার করেন পার্টি করে, এমন অভিযোগও আছে তার বিপক্ষে। ওয়াসিম আকরাম অবশ্য পার্টি বাদ দিয়ে ক্রিকেটে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন পৃথ্বীকে।

বিরাট কোহলির পর ভারতের সুপারস্টার হতে পারেন পৃথ্বী। এমন তকমা থাকা তরুণ এই ব্যাটার প্রশংসা কুড়িয়েছিলেন সাবেক ক্রিকেটারদের। রবি শাস্ত্রী একবার বলেছিলেন, তার মাঝে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা এবং বীরেন্দর শেবাগের ব্যাটিংয়ের ছাঁয়া খুঁজে পান। অথচ মুম্বাইয়ের এই ব্যাটার এখন নিজের অস্তিত্ব নিয়েই বিপদে আছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নারদের ভিড়ে খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র ৮টি ম্যাচে। যেখানে এক হাফ সেঞ্চুরিতে করেছিলেন ১০৬ রান। পৃথ্বীর সুযোগ পাওয়ার চিত্রটা এবারও একই। চলমান মৌসুমে খেলেছেন ৮ ম্যাচ, করেছেন ১৯৮ রান। চোট পড়ে মার্শ দেশে ফিরেছেন, একাদশ থেকে জায়গা হারিয়েছেন ওয়ার্নারও।

তবুও সুযোগ মিলছে না পৃথ্বীর। পুরনো ছন্দে ফিরতে পৃথ্বীকে নিয়মিত প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন ওয়াসিম আকরাম। স্পোর্টসকিডার সঙ্গে আলাপকালে পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘এবছর আমি তাকে কাছ থেকে দেখিনি কিন্তু বেসিকে ফিরে যেতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেট খেলো এবং বড় রান বানাও। পার্টি বাদ দিয়ে ক্রিকেটে মন দাও।’

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় পৃথ্বীর। যদিও ৬ বছরের ক্যারিয়ারে খেলেছেন মাত্র ৫ টেস্ট। এদিকে এক টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই ওপেনার খেলেছেন ৬ ওয়ানডেও। মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকবার ঝামেলায় পড়তে হয়েছে তাকে। ২০২৩ সালে ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল ২০২৩ সালে পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল।

গত এপ্রিলে পৃথ্বীর বিরুদ্ধে তদন্তের নির্দেশও দিয়েছে মুম্বাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এমন অবস্থায় অনেকটা বিপাকের মধ্যে পড়তে হচ্ছে ভারতের এই ক্রিকেটারকে। ওয়াসিম আকরাম মনে করেন, পৃথ্বীর এখনও ক্রিকেটকে অনেক কিছু দেয়ার। শর্ট কার্ট উপায় না খুঁজে নিয়মিত খেলতে বলছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

ওয়াসিম আকরাম বলেন, ‘ক্রিকেটে দেয়ার মতো তার এখনও অনেক কিছু আছে। পেছনে ফিরে যাও এবং প্রথম শ্রেণির ক্রিকেট খেলো। অনেক সেঞ্চুরি করো এবং ফিরে আসো। এটাই একমাত্র উপায় এবং এখানে কোন শর্ট কার্ট নেই। তার হাতে এখনও সময় আছে, এটা তার জন্যই ভালো।’

তিনি আরও যোগ করেন, ‘তার উচিত নিয়মিত ক্রিকেট খেলা এবং মাঠের বাইরে নিজের খেয়াল রাখা। অবসরের পর তুমি যেমন চাও তেমন অনেক পার্টি করতে পারবে। তখন কেউ এসব গোনায় ধরবে না। কিন্তু এখন ক্রিকেটে মনোযোগ দাও।’