আইপিএল

হেডের পরিকল্পনায় প্রথমে টেস্ট, তারপর দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:39 বৃহস্পতিবার, 23 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের আইপিএলে বড় রকমের আতঙ্কের নাম ট্রাভিস হেড। মৌসুমজুড়েই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাট চালিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে বেশি মনোযোগ দিতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা কমিয়ে দিতে চান তিনি। আপাতত বছরে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মৌসুমে ১৩ ইনিংসে ৪৪.৪১ গড়ে ৫৩৩ রান করেছেন হেড। আসরে চারটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন হায়দরাবাদের অস্ট্রেলিয়ান এই ওপেনার। শুরু থেকেই দুদান্ত খেলতে থাকা হেডের স্ট্রাইক রেট ১৯৯.৬২। সর্বোচ্চ খেলেছেন ১০২ রানের ইনিংস।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় হেড আছেন তিন নম্বরে, বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের ঠিক পরেই। যদিও টেস্ট ক্রিকেটের চাইতে আইপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে বেশি প্রাধান্য দিতে নারাজ তিনি।

'বেশ কয়েক বছরের মধ্যে এবারই প্রথম আইপিএল খেললাম (২০১৭ সালের পর)। তবে আপাতত নিজের সবটুকু মনোযোগ টেস্ট ক্রিকেটে দিতে চাই। এটাই করে যাব। টেস্ট খেলার পর আমি সংস্করণ বেছে নেব এবং দেখব যে ভিন্ন কোনভাবে নিজেকে দলে নির্বাচনের বিবেচনায় রাখতে পারি।'

'এই মুহূর্তে বলতে পারি, পরের বছরও আইপিএলে ফিরব। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপর মেজর লিগ ক্রিকেটে (যুক্তরাষ্ট্রে) খেলব। তবে আগামী বছর পুরো ব্যাপারটা অন্যরকমও হতে পারে।'

আইপিএলে এর আগে ২০১৬ এবং ২০১৭ আসর মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচ খেলে কেবল একটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন হেড। এবারের অসাধারণ পারফরম্যান্স তাকে পরবর্তীতে এখানে খেলতেও আগ্রহী করে তুলেছে। তবে হেডের পরিকল্পনায় প্রথমেই থাকছে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলা।

তিনি বলেন, 'প্রতি বছরই ঠিক করতে হবে, কোনটিকে প্রাধান্য দেব, কোনটিকে নয়। পরের বছর টেস্ট ক্রিকেটে খেলা আছে অনেক, ওয়েস্ট ইন্ডিজ সফর আছে, অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খুব একটা খেলব না।'

'কয়েক বছর পর যখন টেস্ট ক্রিকেট খেলব না, তখন হয়তো আরও বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ পাব। তবে এই মুহূর্তে চেষ্টা করব গোটা দুয়েক ফ্র্যাঞ্চাইজি লিগেই নিজেকে সীমাবদ্ধ রাখতে এবং টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে।'