ভারতীয় ক্রিকেট

ভারতের হেড কোচ হতে আগ্রহী নন পন্টিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:39 বৃহস্পতিবার, 23 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষের দিকে চলে আসায় কদিন আগেই ভারত জাতীয় দলের জন্য হেড কোচের বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ইতোমধ্যেই আবেদন জমা পড়েছে অনেক। নামীদামী অনেক কোচের সঙ্গে সেধে গিয়ে যোগাযোগ করেছে বিসিসিআই। এই তালিকায় আছে রিকি পন্টিংয়ের নামও। যদিও ভারতের হেড কোচ হতে রাজি নন পন্টিং।

দশ বছরের শিরোপা খরা ঘুচাতে ক্রিকেট বিশ্বের বেশ কয়েকজন 'মাস্টারমাইন্ডে'র শরণাপন্ন হয়েছে বিসিসিআই। এদের মধ্যে পন্টিং ছাড়াও আছেন নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার এবং ভারতের গৌতম গম্ভীর।

এদের প্রত্যেকেই চলমান আইপিএলে কোনও না কোনও দলের সঙ্গে কর্মরত আছেন। ক্রিকেট ছাড়ার পর থেকেই চেন্নাইয়ের হেড কোচের দায়িত্বে আছেন ফ্লেমিং। দিল্লি ক্যাপিটালসে গত কয়েক মৌসুম ধরে হেড কোচের দায়িত্বে আছেন পন্টিং।

এ ছাড়া ল্যাঙ্গার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হেড কোচের দায়িত্বে এবং গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের পরামর্শকের ভূমিকায় আছেন। ভারতের কোচ হওয়ার ব্যাপারে এখনও মন্তব্য করতে দেখা যায়নি ফ্লেমিং, গম্ভীরকে। তবে কয়েকদিন আগে এ নিয়ে মন্তব্য করেছেন ল্যাঙ্গার। ভারতের কোচ হতে অস্বীকৃতি জানান তিনি। এবার একই যুক্তি দিলেন পন্টিংও। লম্বা সময় ধরে দেশের বাইরে থাকতে চান না তিনি।

সরাসরি কোচ হতে অস্বীকৃতি না জানালেও এই পদে নিজেকে দেখছেন না পন্টিং, 'আমি কোনো জাতীয় দলের সিনিয়র কোচ হতে পারলে দারুণ হতো। তবে অন্য বিষয়গুলো হচ্ছে.. আমি এই মুহূর্তে ঘরে সময় কাটাতে চাই। সবাই জানে, আপনি ভারতের কোচ হলে আইপিএলে কোচিং করাতে পারবেন না, তাই সেই সুযোগটাও (আইপিএলে কোচিং করানো) আর থাকছে না। জাতীয় দলের হেড কোচ হতে হলে আপনাকে ১০-১১ মাস সময় দিতে হবে। আমাকেও সেভাবেই দিতে হবে। তবে এই মুহূর্তে এটা আমার জীবনের সঙ্গে মানানো যাবে না।'

'আমার পরিবার ও বাচ্চারা গত পাঁচ সপ্তাহে আইপিএল দেখতে আমার সঙ্গে ছিল। তারা প্রতি বছর এখানে আসে। আমি আমার ছেলেকে বলেছি এই প্রস্তাবের কথা। সে বলেছে প্রস্তাবটি লুফে নিতে। তারা বলছে এখানে দুই বছর থাকতে চায়। ভারতে ক্রিকেটের সংস্কৃতি তারা এতোটাই ভালোবাসে। তবে এই মুহূর্তে এটা আমার লাইফস্টাইলের সঙ্গে ফিট হবে না।'

দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব ছাড়াও মেজর ক্রিকেট লিগে ওয়াশিংটন ফ্রিডমের হেড কোচ হিসেবে কর্মরত আছেন পন্টিং। এ ছাড়া বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বেও আছেন তিনি।