ভারত - পাকিস্তান সিরিজ

ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের চেষ্টা চালিয়ে যাবে অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:17 মঙ্গলবার, 26 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আইসিসির টুর্নামেন্টের বাইরে দর্শকরা যেন আরও বেশি ভারত-পাকিস্তানের খেলা দেখার সুযোগ পান সেজন্য চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। তবে আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামে (এফটিপি) সূচি না পাওয়ায় সহসায় পূরণ হচ্ছে অজিদের এমন চাওয়া। তবে ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যেতে চায় অস্ট্রেলিয়া।

সর্বশেষ সেই ২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাকিস্তান ও ভারত। সেবার সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। এরপর থেকে নিজেদের মাঝে সিরিজ খেলতে দেখা যায়নি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশকে। রাজনৈতিক বৈরিতার কারণেই মূলত তাদের দ্বৈরথ দেখার জন্য অপেক্ষা করতে হয় আইসিসি এবং এসিসির টুর্নামেন্টের জন্য। যা নিয়ে মানুষের মাঝে আক্ষেপের কমতি নেই।

যার ফলে ‍দুই দেশের সাবেক ক্রিকেটার থেকে দর্শক সবার চাওয়া আবারও নিজেদের মাঝে দ্বিপাক্ষিক সিরিজে খেলুক ভারত ও পাকিস্তান। দর্শকদের এমন আগ্রহের কথা চিন্তা করে ভারত ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছে অস্ট্রেলিয়া। যদিও এখন পর্যন্ত আইসিসির এফটিপিতে সূচি পায়নি এটি। তবে চেষ্টা চালিয়ে যেতে চায় অজিরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অপারেশন্স ম্যানেজার পিটার রোচ বলেন, ‘এফটিপিতে আমরা এখনও ত্রিদেশীয় সিরিজের জন্য সূচি পাইনি। দেখা যাক সামনে কী হয়। এমন ম্যাচ আয়োজনের সুযোগের জন্য আমরা সবসময় আগ্রহী। যা কিনা দর্শকদের আরও বেশি যোগসূত্র বাড়াবে।

‘আমার মনে হয় এটা আপনি অনায়াসে বলতে পারেন যে বিশ্বেরে প্রতিটা দেশই তাদের দেশে ভারত ও পাকিস্তানকে লড়াই করতে দেখতে চায়। আমি আপনাকে সরাসরি বলছি যে আমরাও সেই দেশগুলোর মাঝে একটি যারা কিনা ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চাই।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ভাবনা সামনে আনে অস্ট্রেলিয়া। ২০২৭ সাল পর্যন্ত আইসিসির এফটিপি চূড়ান্ত হওয়ায় দ্রুতই এমন কিছু করতে পারছে না অস্ট্রেলিয়া। তবে তিন দেশের খেলা না থাকলে এবং তাদের আগ্রহ থাকলে আয়োজন করা যেতে পারে ত্রিদেশীয় সিরিজ। ব্যস্ত সূচির কারণে সেটাও বেশ কঠিন। এটা ভালো করেই জানে অস্ট্রেলিয়া।

যদিও পিছু হটতে চায় না পাঁচবারের ওয়ানডে বিশ্বকাপজয়ীরা। রোচ বলেন, ‘এই মুহূর্তে আমাদের সূচিতে একেবারেই ফাঁকা নেই। কিন্তু আমরা তাদের সঙ্গে কথা চালিয়ে যেতে থাকব এবং কোন সুযোগ যদি তৈরি হয় তাহলে সেটা লুফে নেয়ার চেষ্টা করবো। আপনাকে এটা বলতে পারি সূচিতে কোন পরিবর্তন আসবে না।’