বাংলাদেশ - ভারত সিরিজ

বাংলাদেশকে নিয়ে মানুষের পুরনো প্রত্যাশা ফেরাতে চান জ্যোতি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:40 শনিবার, 27 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গত বছর ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে সিরিজের শেষ ম্যাচটা টাই করেছিল বাংলাদেশের মেয়েরা। যার ফলে ভারতের মতো পরাশক্তির বিপক্ষে সমতায় সিরিজ শেষ করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। নারী ক্রিকেটের নতুন দিগন্তের শুরুটা সেখান থেকেই। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ। সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে তাদের হারিয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে।

যার ফলে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট নিয়ে সমর্থকদের প্রত্যাশা বাড়তে শুরু করে। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে সব যেন দুমড়ে মুচড়ে পড়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের একটিতেও জয় পায়নি জ্যোতির দল। এমনকি অজিদের বিপক্ষে লড়াইও করতে পারেনি তারা। ২৮ এপ্রিল থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে ভালো করে মানুষের পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে চান বাংলাদেশের অধিনায়ক।

সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘গত ছয়-সাত মাস যেভাবে ভালো খেলেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটু হলেও পিছিয়ে এসেছি। মানুষেরও আমাদের থেকে যে প্রত্যাশা ছিলো, তা একটু হলেও মলিন হয়েছে আমাদের জন্য। এই জিনিসটা (প্রত্যাশা) আবার ফেরাতে করাতে পারি এটাই চাওয়া। আমাদের দলটা এত হাইলাইটেড না। মানুষের ভালোবাসা ও মিডিয়া সাপোর্টে এই পর্যন্ত এসেছি। সেই ভাইব যেন আবার নিয়ে আসতে পারি সেটাই চাওয়া থাকবে।’

ছেলেদের ক্রিকেটে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। সবশেষ কয়েক বছরে দ্বৈরথে পরিণত হয়েছে। মেয়েদের ক্রিকেটেও এমন কিছুর আভাস পাওয়া গেছে। গত সিরিজে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও জ্যোতি জানিয়েছেন, তারা এখন পরিণত দল। ভারতের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি খেলা বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি। সিলেটে বড় অর্জন না থাকলেও ভালো স্মৃতিকে সঙ্গী করে এগোতে চান তিনি।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘দ্বৈরথের কথা যেটা বললেন আগে যা হয়েছে হয়েছে। আমরা আগে থেকে অনেক পরিণত দল। সেজন্যই তারাও আমাদেরকে গুরুত্বের সঙ্গে নেয়। ভারত ভালো দল, পুরো শক্তি নিয়ে এবার এসেছে। বিশ্বকাপে এই দলটাই খেলবে। ভারতের মতন দলের বিপক্ষে পাঁচটা টি-টোয়েন্টি খেলতে হবে। আমাদের জন্য বড় সুযোগ। সিলেটের মাঠে হয়ত অনেক বড় অর্জন নেই। কিন্তু ভালো ক্রিকেট খেলার কিছু স্মৃতি আছে। সেগুলোকে নিয়েই ইনশাল্লাহ এগোবো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে পুরো ব্যর্থ ছিল বাংলাদেশ। ওয়ানডেতে তিনটি ম্যাচেই একশ পেরিয়ে যেতে পারেনি। টি-টোয়েন্টিতে একশ পেরোলেও প্রত্যাশিত ব্যাটিং চোখে পড়েনি। তবে ভারতের বিপক্ষে বড় রান করার লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। আগে বোলিং করলে ১৪০ কিংবা ১৫০ রান করতে চান বাংলাদেশের অধিনায়ক।

জ্যোতি বলেন, ‘যে উইকেট আমরা দেখছি যদি আগে ব্যাট করে ১৪০ বা ১৫০ রানের বেশি করতে পারি তাহলে তাড়া করা কঠিন হবে। টি-টোয়েন্টি আসলে কোন রানই নিরাপদ না। যেভাবে আইপিএল দেখছি। মেয়েদের আইপিএলেও বড় বড় স্কোর হয়েছে, চেজ হয়েছে। সেক্ষেত্রে ১৪০ বা ১৫০ রানের বেশি করতে পারলে ডিফেন্ড করা সহজ হবে।’