টি- টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশের গ্রুপে থাকা শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:12 বৃহস্পতিবার, 09 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার হয়ে এক টেস্ট খেলা দুনিথ ওয়াল্লালাগে খেলেছেন ২১ ওয়ানডেও। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও অভিষেক হয়নি বাঁহাতি এই স্পিন অলরাউন্ডারের। এমন একজনকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে আছেন কামিন্দু মেন্ডিস ও নুয়ান থুসারা।

চোটের কারণে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে তারকা এই লেগ স্পিনারই নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কাকে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিজেদের মাঝে হওয়া প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। তবে বল হাতে নেননি লঙ্কান অধিনায়ক।

সিনিয়র ক্রিকেটারদের মাঝে সুযোগ পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা এবং ধনাঞ্জয়া ডি সিলভা। তবে ২০ ওভারের বিশ্বকাপ দলে জায়গা পাননি ওপেনার আভিস্কা ফার্নান্দো, বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো এবং কুশল পেরেরা। সবশেষ বাংলাদেশ সফরে ব্যাট হাতে সাফল্য পেয়েছিলেন আভিস্কা। তবুও সুযোগ মেলেনি ডানহাতি এই ওপেনারের।

এদিকে ইনজুরি থেকে ফেরার পর পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের মন জয় করতে পারেননি পেরেরা। পেসার বিনুরা বাদ পড়েছেন থুসারার পারফরম্যান্সে। বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নেয়া ডানহাতি এই পেসার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলেও নিয়মিত খেলছেন। ব্যাটিংয়ে পাথুম নিশানকার সঙ্গে আছেন কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা এবং চারিথ আসালাঙ্কা।

ছয়ে ব্যাটিং করতে দেখা যেতে পারে ম্যাথিউসকে। স্পিন বোলিংয়ে হাসারাঙ্গার সঙ্গী মাহেশ থিকশানা এবং ওয়াল্লালাগে। পেস বোলিংয়ে থুসারার সাথে আছেন মাথিশা পাথিরানা, দুশমন্থ চামিরা এবং দিলশান মাদুশঙ্কা। রিজার্ভ ক্রিকেটার হিসেবে যাচ্ছেন আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত বিশ্বকান্ত, ভানুকা রাজাপাকশা, জানিথ লিয়াগে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং নেপাল। ৩ জুন নিউ ইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন হাসারাঙ্গারা। ৮ জুন তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে লঙ্কানরা খেলবে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড- ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহেশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা, দিলশান মাদুশঙ্কা।

রিজার্ভ- আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত বিশ্বকান্ত, ভানুকা রাজাপাকশা, জানিথ লিয়াগে