বাংলাদেশ - ভারত সিরিজ

আম্পায়ারিং বিতর্ক ভুলে ভালো ক্রিকেটে চোখ হারমানপ্রীতের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:40 শনিবার, 27 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে আম্পায়ারিং বিতর্ক সামনে এনে অখেলোয়াড়সুলভ আচরণে হৈচৈ ফেলেছিলেন হারমানপ্রীত কৌর। আম্পায়ার তানভীর আহমেদ আউট দেয়ায় ক্ষুব্ধ হয়ে সেবার ব্যাট দিয়ে স্টাম্প ভেঙেছিলেন ভারতের অধিনায়ক। মাঠ ছাড়ার আগে আম্পায়ারের দিকে তাকিয়েছিলেন ক্ষুব্ধ দৃষ্টিতে। ঘটনা আরও বড় হয় ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়।

পুরস্কার বিতরণীতে এসে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন হারমান। ভারতের অধিনায়ক সেখানেই থেমে থাকেননি। ট্রফির সঙ্গে ছবি তোলার সময় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারদেরও দাঁড়াতে বলেছিলেন তিনি। যা নিয়ে অস্বস্তিকর এক পরিস্থিতিতে পড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। হারমানপ্রীতের এমন আচরণে ভারতের অনেক সাবেক ক্রিকেটারই তাকে ধুয়ে দিয়েছিলেন।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাকে। এ ছাড়া আচরণ বিধি ভঙ করায় দুই ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন হারমানপ্রীত। বিতর্ক এড়াতে এবারের বাংলাদেশ ও ভারতের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অফিসিয়ালস হিসেবে রাখা হয়নি তানভীরকে। কয়েক মাস পর বাংলাদেশে খেলতে এলেও সিরিজ শুরুর আগে সেই বিতর্ক নিয়ে প্রশ্ন এসেছে অবধারিতভাবেই।

ভারতের অধিনায়ক সেটা বেশ ভালোভাবে সামলে বার্তা দিয়েছেন ভালো ক্রিকেট খেলার। গত সিরিজের আম্পায়ারিং বিতর্ক সংবাদ সম্মেলনে হারমানপ্রীত বলেন, ‘দেখুন, ওই ঘটনা শেষ হয়ে গেছে। এটা নতুন ভেন্যু, নতুন সিরিজ এবং আমরা সেটার জন্য প্রস্তুত। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে চাই।’

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কদিন আগে বাংলাদেশে খেলে গেছেন এলিস পেরি, অ্যালিসা হিলিরা। অস্ট্রেলিয়ার মতো একই পথে হেঁটেছে ভারতও। বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছেন হারমানপ্রীত-স্মৃতি মান্ধানারা।

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে হারমানপ্রীত বলেন, ‘অবশ্যই, বাংলাদেশে ফিরতে পেরে ভালো লাগছে কারণ এবছর এখানে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব। আমার মনে হয় এখানে খেলার এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাওয়াটা আমাদের জন্য দারুণ ব্যাপার। আমরা যখনই বাংলাদেশে খেলি না কেন সবসময় ভালো করতে চাই।’

তিনি আরও যোগ করেন, ‘এখানকার মাঠ একটু বড় এবং উইকেট খুবই ধীরগতির আর বল নিচু হয়ে আসে। এই একটা কারণেই বিশ্বকাপের আগে আমরা এখানে খেলতে চাই। যাতে করে পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের মানিয়ে নিতে পারি।’