বোর্ডার-গাভাস্কার ট্রফি

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:14 সোমবার, 25 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কল্যাণে পাঁচ টেস্টের সিরিজ নিয়মিত দেখে অভ্যস্ত ক্রিকেটের দর্শকরা। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড-ভারতের মধ্যেও শুরু হয়েছে পাঁচ ম্যাচের সিরিজ খেলার রীতি। এবার ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে অস্ট্রেলিয়াও।

এ বছরের শেষদিকে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। সেই সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ৫ টেস্তে একে অপরের বিপক্ষে মাঠে নামবে। এর আগে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল ১৯৯১-৯২ মৌসুমে।

এরপর বেশিরভাগ সিরিজটি ছিল ৪ টেস্টের। আবার সেটিকে ৫ ম্যাচের সিরিজে রূপ দিতে যাচ্ছে দুই দল। মূলত টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ধরে রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তারা সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘এটি টেস্ট ক্রিকেটের তাৎপর্য লালন ও উন্নতিকল্পে আমাদের সম্মিলিত অঙ্গীকার।’ টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে তুমুল লড়াই হয় প্রতিবারই। সর্বশেষ চকে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে অজিরা।

গত বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল ভারত-অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট বাড়ছে। বিশেষ করে গত বছরই বোর্ডার-গাভাস্কার সিরিজ চলার সময় এমন ইঙ্গিত দিয়েছিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। এবার সেই ঘোষণা দিয়ে সিএ চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফির সম্প্রসারণের ঘোষণা দিতে পেরে আমরা উৎফুল্ল, যা দুটি ক্রিকেটখেলুড়ে দেশের দ্বৈরথ এবং রোমাঞ্চকে তীব্র করে তুলবে।’

সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ভারত। সর্বশেষ সিরিজটি ভারতে হলেও এবার হবে অস্ট্রেলিয়ায়। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াতে পারে পার্থে। বাকি ম্যাচগুলো অ্যাডিলেড ও ব্রিসবেনে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।