আইপিএল

আইপিএলে দুই বাউন্সারের নিয়মের প্রশংসায় পুরান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:17 সোমবার, 25 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কিছু পরিবর্তিত নিয়ম নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাটাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন বলে আলোচনা-সমালোচনা আছে। ব্যাটারদের সঙ্গে বোলারদের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এবারের আইপিএলে দুটি বাউন্সার দেয়ার নিয়ম চালু করা হয়েছে।

আইপিএলের আগে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। এ ক্ষেত্রে ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। আইপিএলের শুরুতেও ব্যাটারদের চিন্তায় ছেঁদ ফেলছে দুটি বাউন্সার।

এ প্রসঙ্গে রাজস্থান রয়্যালস পেসার সন্দীপ শর্মা বলেছেন, ‘আমার মনে হয় বোলাররা এতে সহায়তা পাবে। আগে এমন হতো, বোলার একটা বাউন্সার করে ফেললে পরের বলগুলো কোথায় ফেলবে, তা অনুমান করে ফেলতে পারত ব্যাটসম্যানরা। এটা তাদের জন্য তুলনামূলক সহজ ছিল।’

যেকোনো কঠিন মুহূর্তে ব্যাটাররা ভাবনায় পড়ে যেতে পারেন বাউন্সার নিয়ে। যেটা তাদের কাজটাকে আরও চ্যালেঞ্জিং করে দিয়েছে। তিনি বলেন, ‘কিন্তু দুটি বাউন্সার আসার পর ব্যাটসম্যানরাও ধন্দে পড়ে যাবে। কারণ বোলারের কাছে ১টি বাউন্সার অব্যবহৃত আছে।’

আইপিএলের নতুন এই নিয়মের প্রশংসা করেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ব্যাটার নিকোলাস পুরানও। তিনি মনে করেন অনেক ব্যাটার বাউন্সার খুব একটা ভালো খেলেন না। তাদেরকে দুটি বাউন্সার দিয়ে ভড়কে দেয়া যেতে পারে। 

তিনি এই নিয়মের পক্ষে নিয়ে বলেছেন, ‘ভালো নিয়ম। বিশেষ করে নতুন ব্যাটসম্যানের জন্য এটি কার্যকর। কেউ যদি শর্ট বল পছন্দ না করে থাকে, তাহলে তাকে দুটি বাউন্সার দিয়ে নড়বড়ে করে দিতে পারেন। আমাদের এবং বোলারদের কিন্তু হোমওয়ার্ক করে আসতে হবে। কারণ, কিছু ব্যাটসম্যান আছে, যারা আবার শর্ট বল পছন্দ করে।’