বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

আধা ঘণ্টার মধ্যে পিচ আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে নাকি, প্রশ্ন রাজ্জাকের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:33 রবিবার, 24 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেট টেস্টে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শ্রীলঙ্কার ৫১১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। যদিও আধা ঘণ্টা আগেই দশম উইকেটে ৫২ ও অষ্টম উইকেটে ৬৭ রানের জুটি গড়েছে শ্রীলঙ্কা। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কামিন্দু মেন্ডিস। কিন্তু বাংলাদেশ ব্যাটিং করতে নেমেই পড়েছে ব্যাটিং বিপর্যয়ে।

এক্ষেত্রে উইকেটের কোনো দোষ দেখছেন না বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি মনে করেন আধা ঘণ্টার মধ্যে পিচ আকাশ পাতাল তফাত হয়ে যাওয়া সম্ভব নয়। তিনি ব্যাটারদের দায়িত্ব-জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যাটারদের ভুলেই এই টেস্টে বাংলাদেশের ভরাডুবি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে রাজ্জাক গণমাধ্যমকে বলেছেন, 'পিচের সমস্যা হবে কেন আধা ঘণ্টার মধ্যে পিচ আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে নাকি। শেষের দিকে তারা দুটো সেঞ্চুরি করেছে কিছুক্ষণ আগে। দশ মিনিটে উইকেটে এমন কী হলো যে... আমাদের এপ্লিকেশনের কিছু ভুল হয়েছে। আমরাই ভুল করেছি।'

এই সিরিজ থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব আল হাসান। আর ওয়ানডে সিরিজের আগে আঙুলের চোটের কারণে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। ফলে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে ছাড়াই খেলতে হয়েছে বাংলাদেশকে। রাজ্জাক জানিয়েছেন এটা তরুণদের জন্য সুযোগ ছিল। তবে তারা সেটি লুফে নিতে পারেনি। এমন ব্যাটিং অপ্রত্যাশিত ছিল রাজ্জাকের কাছেও।

তিনি বলেন, 'সিনিয়রদের অভাব... এই টেস্টে আমাদের তরুণদের সুযোগ ছিল। ব্যাটিংয়ের কথা যদি বলেন খুবই অপ্রত্যাশিত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এমন ব্যাটিং হবে দ্বিতীয় ইনিংসে... ওরা ভালো ব্যাটিং করেছে। ওদের ব্যাটিং দেখে এবং আমাদের ব্যাটিং দেখে দুই রকম মনে হচ্ছে। আমি খুবই হতাশ।'

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল না বাংলাদেশের। রাজ্জাক মনে করেন ব্যস্ত সূচির কারণে প্রস্তুতি ম্যাচ রাখার সুযোগ নেই এখন। তবে ক্রিকেটাররা খেলার মধ্যে থাকায় সাদা পোশাকের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা নয় বলেই ধারণা রাজ্জাকের।

জাতীয় দলের এই নির্বাচকের ভাষ্য, 'এখনকার ক্রিকেট যেমন চলছে। অনুশীলন ম্যাচের যে সময় পাওয়া যাবে এমনটা নয়। আগে কম খেলা ছিল। প্রতিযোগীতামূলক খেলা কম ছিল। এখন প্রতিযোগিতামূলক খেলা অনেক হয়। আমি মনে করি না প্রস্তুতির কমতি আছে। এরা তো ক্রিকেটের মধ্যেই আছে। যার যার চিন্তা তার তার থাকা উচিত।'

গুঞ্জন আছে লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্টে ফিরতে পারেন সাকিব আল হাসান। রাজ্জাকের বিশ্বাস সাকিব ফিরলে দল হিসেবে শক্তি বাড়বে টাইগারদের। তিনি বলেন, 'সাকিব খেললে তো খুবই ভালো কথা। দলের শক্তি অনেকাংশে বেড়ে যায়। আমরাও যতটুকু জানতে পেরেছি ও হয়তো খেলবে। ও যদি খেলে খুব ভালো হবে দলের জন্য।'