ডিপিএল

গাফফারের পেস আগুনে পুড়ে গাজী গ্রুপের কাছে তামিমদের হার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:53 রবিবার, 24 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শেখ মেহেদীর অফ স্টাম্পের বাইরের বলে কাট করে রান নেয়ার জন্য দৌড় দিলেন মাহফুজুর রহমান রাব্বি। বাঁহাতি এই ব্যাটারের ডাকে সাড়া দিয়ে স্ট্রাইক প্রান্তে পৌঁছে যান সাব্বির হোসেন শিকদার। নন স্ট্রাইক প্রান্তে পৌঁছানোর পর হঠাৎই পায়ে ক্র্যাম্প হয় ৫২ রান করা এই ব্যাটার। প্রাথমিক চিকিৎসার পরও ব্যাটিং করার মতো অবস্থা না থাকায় সতীর্থদের কাঁধে করে মাঠ ছাড়েন। তবে দলের প্রয়োজনে মাহফুজুরের বিদায়ের পর আবারও মাঠে নামেন সাব্বির।

ইনিংসের ৪১তম ওভারে হাসান মাহমুদের বলে পুল করতে গিয়ে আবারও পায়ে ক্র্যাম্প হয় তার। আবারও সতীর্থদের কাঁধে করে মাঠ ছাড়েন সাব্বির। ৬৪ রানের কার্যকরী ইনিংস খেলা এই ব্যাটার রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেও জয় আটকানো যায়নি গাজী গ্রুপের। মইন খানকে সঙ্গে নিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয় নিশ্চিত করেন শেখ পারভেজ জীবন। তাতে করে তামিম ইকবালের হাফ সেঞ্চুরির পরও হারতে হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

ফতুল্লার খান সাহবে ওসমান আলী স্টেডিয়ামে জয়ের জন্য ১৮২ রান তাড়ায় চতুর্থ ওভারেই উইকেট হারায় গাজী গ্রুপ। আশিকুর জামানের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে আউট হয়েছেন আনিসুল ইসলাম। আরেক ওপেনার মেহেদী মারুফ ফিরেছেন ১০ রানে। হাসানের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। দলের রান পঞ্চাশ হওয়ার আগে সাজঘরে ফেরেন প্রীতম কুমারও।

অলক কাপালি শর্ট ডেলিভারিতে পুল করে মিড উইকেটের উপর দিয়ে খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে সাব্বির রহমান ক্যাচ নিলে ২৯ বলে ২৬ রানে ফিরে যেতে হয় প্রীতমকে। সেখান থেকে গাজী গ্রুপকে টেনে তোলার চেষ্টা করেছিলেন সাব্বির হোসেন ও আল আমিন জুনিয়র। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি নাজমুল ইসলাম অপু। বাঁহাতি এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ১২ রান করা আল আমিন।

ডানহাতি এই ব্যাটার ফিরলেও মাহফুজুর রাব্বিকে সঙ্গে নিয়ে গাজী গ্রুপকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ৭১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া সাব্বির। যদিও হাফ সেঞ্চুরির পরই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে তাকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফেরার আগে আউট হয়েছেন মাহফুজুর। যুব এশিয়াকাপ জয়ী অধিনায়কও সাব্বিরের মতো রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেছেন ২৮ রানে। শেষ দিকে ১৯ রান করে গাজী গ্রুপকে জেতান শেখ পারভেজ।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক। দারুণ ছন্দে থাকা পারভেজ হোসেন ইমন এদিন আউট হয়েছেন মাত্র ১৩ রানে। তামিম এক প্রান্ত আগলে রাখলেও বিশাল চৌধুরি, নাইম ইসলাম, মোহাম্মদ মিঠুনরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। তবে দারুণ ব্যাটিংয়ে ঠিকই হাফ সেঞ্চুরি ‍তুলে নিয়েছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক।

যদিও টানা দুই হাফ সেঞ্চুরি করা তামিম ফিরেছেন পঞ্চাশ ছোঁয়ার পরই। আব্দুল গাফফার সাকলাইনের বলে মেহেদী মারুফকে ক্যাচ দিয়েছেন ৫৪ রান করা এই ব্যাটার। এদিন সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি সাব্বির। আউট হয়েছেন মাত্র ৮ রানে। শেষ দিকে কাপালির ৪৪ বলে ৪৭ রানের ঝড় এবং হাসানের ২২ রানের সুবাদে ১৮১ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। গাজী গ্রুপের হয়ে চারটি উইকেট নিয়েছেন আব্দুল গাফফার।