ডিপিএল

প্রত্যাবর্তনের ম্যাচে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জকে জেতালেন মাশরাফি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:30 বৃহস্পতিবার, 21 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই চমক দেখালেন মাশরাফি বিন মুর্তজা। অসাধারণ বোলিংয়ে পাঁচ উইকেট নেন অভিজ্ঞ এই পেসার। প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্সকে একাই ধসিয়ে দেন এই পেসার। মাশরাফির প্রত্যাবর্তনের ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ছয় উইকেটে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে প্রথম পাঁচ ম্যাচ খেলার পর টুর্নামেন্ট থেকে বিরতি নেন মাশরাফি। মূলত রাজনৈতিক দায়িত্ব পালনের জন্যেই বিপিএল থেকে বিরতির ঘোষণা দেন সাবেক এই অলরাউন্ডার।

ধারণা করা হচ্ছিল, খেলার মাঠেই আর ফিরবেন না তিনি। কেননা পুরো বিপিএলে না খেলার পর রূপগঞ্জের হয়ে প্রথম তিনটি ম্যাচেও খেলেননি তিনি। ৪০ বছর বয়সী এই পেসার আজকের ম্যাচেও ছিলেন অনিশ্চিত। যদিও শেষপর্যন্ত বিকেএসপি'র তিন নম্বর মাঠে বল হাতে চমক জাগানিয়া পারফরম্যান্স উপহার দিলেন তিনি।

প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে নেমে টানা ৮ ওভারের স্পেলে ১৯ রানে ৫ উইকেট শিকার করেন মাশরাফি। লিস্ট 'এ' ক্রিকেটে এ নিয়ে অষ্টমবারের মতো ৫ উইকেট নিলেন তিনি। দলের পঞ্চম বোলার হিসেবে ১১তম ওভারে বোলিংয়ে আসেন মাশরাফি।

সেই ওভারের পঞ্চম বলেই প্রীতম কুমার এবং আনিসুল ইসলামের জুটি ভাঙেন তিনি। অফ স্টাম্পের ওপর পিচ করে হালকা থেমে আসা ডেলিভারিতে ফিরতি ক্যাচ দেন প্রিতম, যা সহজেই লুফে নেন মাশরাফি।

নিজের করা চতুর্থ ওভারে মাশরাফি নেন দুটি উইকেট। স্লো মিডিয়াম পেসে আউটসুইংয়ে হালকা বেরিয়ে যাওয়া বলেতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সাব্বির হোসেন শিকদার (৬)। ক্যাচ লুফে নেন কিপার ইমরানউজ্জামান। এর এক বল পরই লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ফয়সাল আহমেদ (০)।

পরের ওভারে আবারও উইকেট নেন মাশরাফি। তাকে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ কভারে শামীম পাটোয়ারির মুঠোয় ধরা পড়েন মইন খান। ইনিংসের ২৩তম ওভারে মাহফুজুর রহমান রাব্বিকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন মাশরাফি। তার শর্ট বলে পুল করে মিড উইকেটে ক্যাচ দেন মাহফুজুর।

মাশরাফির এমন বোলিংয়ের দিনে টানা তিন জয়ে এই ম্যাচ খেলতে আসা গাজী গ্রুপ করেছে ১৩৬ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৪১ রান আসে আনিসুলের ব্যাটে। মাশরাফির পর দলের সেরা বোলার আব্দুল হালিম নেন ২ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ ওভারেই ম্যাচ শেষ করে রূপগঞ্জ।

ওপেনিং জুটিতে ৪৪ রান তুললেও ৫৯ রানের মধ্যে তিনটি উইকেট হারায় মাশরাফির দল। তিনটি উইকেটই নেন শেখ পারভেজ জীবন। ইমরানউজ্জামানকে ১৫, তৌফিক খান তুষারকে ৩৬ এবং অধিনায়ক শুভাগত হোমকে শূন্য রানে বিদায় করেন জীবন।

তারপর রুয়েল মিয়ার বলে ১২ রানে বোল্ড হয়ে ফিরে যান আমিনুল ইসলাম বিপ্লব। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৪৪ বলে ৪৭ এবং শামীম পাটোয়ারির ১৬ বলে ২৬ রানের অপরাজিত দুটি ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ।