আফগানিস্তান- আয়ারল্যান্ড সিরিজ

ইব্রাহিম-ওমরজাইয়ে সিরিজ জিতল আফগানিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 মঙ্গলবার, 19 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শারজাহতে আয়ারল্যান্ডকে ৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। ফলে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজের পর ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জিতল আফগানরা। ইব্রাহিম জাদরানের দৃষ্টিনন্দন হাফ সেঞ্চুরির পর আজমতউল্লাহ ওমরজাই এবং নাভিন উল হকের দারুণ বোলিংয়ে এই জয় পেয়েছে আফগানরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারায় আফগানিস্তান। মার্ক অ্যাডায়ারের বলে মিড অফে হ্যারি টেক্টরের অসাধারণ একটি ক্যাচে বিদায় নেন ছয় রান করা গুরবাজ। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে গ্যারেথ ডিলানীর বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরে যান ফিরে যান ১৯ রান করা সেদিকুল্লাহ আতালও।

তারপরের ওভারে ওমরজাইয়ের উইকেট হারায় আফগানরা। ছয় বলে তিন রান করা এই অলরাউন্ডারকে ফেরান কার্টিস ক্যাম্ফার। তারপর মোহাম্মদ ইসহাকের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন ইব্রাহিম। এই জুটি ভাঙেন বেন হোয়াইট।

২২ বলে ২৭ রান করা ইসহাক, হোয়াইটকে উড়িয়ে মারতে গিয়ে এক্সট্রা কাভারে পল স্টার্লিংয়ের মুঠোয় ধরা পড়েন। তারপর থেকে উইকেট হারাতেই থাকে আফগানরা। এক পাশ আগলে রেখে ৫১ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন ইব্রাহিম।

অ্যাডায়ার, ডিলানী, ক্যাম্ফারসহ এ দিন মোট ছয় বোলারকে দিয়ে বল করান স্টার্লিং। প্রত্যেকেই পেয়েছেন একটি করে উইকেটের দেখা। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৫ রান তুলেছে আফগানিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নাভিনের তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারে অ্যান্ডি বালবির্নি (৯) এবং লরকান টাকারকে (০) টানা দুই বলে বোল্ড করেন নাভিন। পরের ওভারে ফজল হক ফারুকির বলে বোল্ড হন স্টার্লিংও (৪)।

তারপর ওমরজাই, রশিদ খানদের দাপুটে বোলিংয়ের সামনে ১৫ রানে তিন উইকেট হারানো দলটিকে আর কেউই টেনে তুলতে পারেনি। ১৭.২ ওভারে ৯৮ রানেই অলআউট হয় আইরিশরা। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৮ রান আসে ক্যাম্ফারের ব্যাটে।

এ ছাড়া ডিলানী ২১ এবং টেক্টর ১৬ রান করেন। আফগানদের হয়ে মাত্র ৯ রান খরচায় চার উইকেট নেন ওমরজাই। দশ রান খরচায় তিন উইকেট নেন নাভিন। একটি করে উইকেট নেন ফারুকি, রশিদ এবং নানগেলিয়া খারোতে। পুরো ম্যাচে মোহাম্মদ নবিই একমাত্র বোলার, যিনি বোলিং করেছেন, কিন্তু উইকেটের দেখা পাননি।