বিপিএল

অধিনায়কত্ব এখন অতীত, লিটন বললেন 'বিপিএল নিয়ে থাকি'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:27 মঙ্গলবার, 13 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করেছেন লিটন দাস। মাত্র ৩১ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপর উইল জ্যাকসের ৫১ বলে ১০৮ ও মঈন আলীর ২৪ বলে ৫৩ রানে ভর করে ২৩৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল কুমিল্লা।

সেই রান তাড়া করতে নেমে ১৬৬ রানে অল আউট হয়েছে চট্টগ্রাম। ৭৩ রানের জয় দিয়ে প্লে অফে যাওয়ার পথ আরও সুগম করে নিয়েছে লিটনের দল। ম্যাচ শেষে লিটন জানিয়েছেন এমন ইনিংসে তিনি বেশ সন্তুষ্ট।  এই ম্যাচের নিজের মতো খেলতে চেয়েছিলেন তিনি।

লিটন বলেছেন, 'আমি আমার রানের চেয়ে চিন্তা করেছি দলকে কীভাবে এগিয়ে নিতে পারব। এ কারণে জ্যাকসকে বলেছিলাম, তুমি স্বাভাবিক ক্রিকেট খেলো, আমাকে আমার মতো খেলতে দাও। কাউকে না কাউকে আক্রমণ করতে হবে। আমার কাছে মনে হয়েছিল এই দিনটা আমি বেছে নিয়েছি অ্যাটাক করার জন্য। এদিক দিয়ে সন্তুষ্টি আছি।'

সোমবারই জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন লিটনও। বিপিএলের সংবাদ সম্মেলনে তাই এসেছে সেই প্রসঙ্গও।

অধিনায়কত্বের দৌড় থেকে ছিটকে পড়া নিয়ে লিটন বলেছেন, ‘এটা আমি জানি না। এটা ভালো হয় আপনি যদি বোর্ডের কাউকে প্রশ্ন করেন।’ নতুন অধিনায়ক শান্তর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে লিটনের সোজাসাপ্টা উত্তর, ‘নাহ, কোনো কথা হয়নি।’

গত বিশ্বকাপে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন শান্ত। এরপর দেশের মাটিতে ও দেশের বাইরে গিয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। প্রথমবারের মতো কিউইদের মাটিয়ে ওয়ানডে জয়ের নজির গড়েছে বাংলাদেশ।

অবশ্য গত বছরই লিটনের নেতৃত্বে আফগানিস্তানকে টেস্টে রেকর্ড ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। লিটন কেন নেতৃত্ব থেকে পিছিয়ে গেলেন এই প্রশ্নও উঁকি দিচ্ছিল সবার মনে। লিটন অবশ্য জানিয়েছেন এসব এখন অতীত। আপাতত বিপিএল নিয়েই থাকতে চান তিনি।

লিটন বলেছেন, ‘দেখেন ভাইয়া এটা অতীত হয়ে গেছে এখন। এখন আমি বিপিএল নিয়ে আছি, বিপিএল নিয়েই থাকি। যেহেতু ইতোমধ্যে ঘোষণা করে দিয়েছে। এখানে তো বলার কিছু নাই।’