নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ ঢাকা ও সিলেটে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:41 মঙ্গলবার, 13 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এ বছরের সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক আসর। আসন্ন এই টুর্নামেন্টকে ঘিরে দারুণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই মধ্যে এই টুর্নামেন্টের ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। বোর্ডের একটি সূত্র জানিয়েছে টুর্নামেন্ট আয়োজনের জন্য ঢাকা ও সিলেটকে বেছে নিয়েছেন তারা। বিশ্বকাপের আগে দুটি ভেন্যুই সংস্কার করা হবে বলে জানা গেছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দল দুই গ্রুপে অংশ নেবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি দল। মূল আসরের আগে প্রতিটি দলই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি।

যদিও ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) হতে পারে প্রস্তুতি ম্যাচগুলো। বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরের কথা রয়েছে অস্ট্রেলিয়া নারী দলের।

টি-টোয়েন্টি ও ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়নরা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়ানডে তিনটি হলেও টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি।

সবকিছু ঠিক থাকলে ১৭ মার্চ বাংলাদেশে পা রাখার কথা অস্ট্রেলিয়া নারী দলের। বাংলাদেশের অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ মার্চ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মার্চ।