বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:23 শনিবার, 09 ডিসেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

মিরপুরের স্পিন-স্বর্গ নিয়ে সমালোচনাটা নতুন নয়। উইকেট নিয়ে সমালোচনা করে বিপাকে পড়েছিলেন তামিম ইকবাল। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছেন ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেটারও। এবার সেখানে যুক্ত হলেন টিম সাউদি। নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক মনে করেন, তার ক্যারিয়ারে দেখা এটিই সবচেয়ে বাজে উইকেট।

সিলেট টেস্টে ১৫০ রানে হারলেও উইকেট নিয়ে সমালোচনা করেনি নিউজিল্যান্ড। যদিও পুরো ম্যাচ জুড়ে রাজত্ব তুলেছে স্পিনারদের। সাউদি, কাইল জেমিসন, শরিফুল ইসলামরা খুব বেশি উইকেটই পাননি। কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্তরা সেঞ্চুরি তুলে নিয়ে প্রমাণ করেছিলেন ব্যাটারদের জন্য একেবারে কঠিন ছিল না সিলেটের উইকেট।

ম্যাচ হেরেও উইকেটের সমালোচনা না করা সাউদি এদিন অসন্তুষ্টি প্রকাশ করলেন ম্যাচ জিতে। ৪ উইকেটের জয়ে সিরিজে ফেরার পর মিরপুরের উইকেট নিয়ে সাউদির বক্তব্যটা ছিল এমন যে, তিনি তার ক্যারিয়ারে এর চেয়ে বাজে উইকেট দেখেননি। এটি বলতে অবশ্য কোনো রাখঢাক রাখেননি নিউজিল্যান্ডের অধিনায়ক।

মিরপুরের উইকেট নিয়ে সাউদি বলেন, ‘খুব সম্ভবত, আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট এটি। ব্যাট-বলের ভারসাম্যের কথা বললে, এটি বেশিরভাগ বোলারদের দিকেই ঝুঁকে ছিল। তো আমার মনে হয়, ১৭০ ওভারে পুরো ম্যাচ শেষ হয়ে যাওয়াই মূলত বার্তাটা দেয়। এই অবস্থা থেকে ছেলেদের বেরিয়ে আসা ও জয় নিয়ে ফেরা অনেক আনন্দের।’

নিউজিল্যান্ডের অধিনায়কের দাবি, ব্যাটার ও বোলারদের জন্য সুষম লড়াইয়ের মতো উইকেট ছিল না। ব্যাটারদের জন্য রান পাওয়া যে কঠিন ছিল সেটাও জানিয়েছেন তিনি। সেটা অবশ্য প্রমাণ মিলেছে ম্যাচেই। চার ইনিংস মিলে হাফ সেঞ্চুরি করতে পেরেছেন কেবল গ্লেন ফিলিপস ও জাকির হাসান। এমন কঠিন উইকেটে জিততে পারায় অবশ্য খুশি সাউদি।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি বিক্ষিপ্ত ধরনের একটি ম্যাচ ছিল। অবশ্যই খুব কঠিন উইকেট। রান পাওয়া খুব কঠিন ছিল। ম্যাচজুড়ে ছোট ছোট মুহূর্ত ও জুটি খুব গুরুত্বপূর্ণ ছিল। অন্যান্য ম্যাচে বিশেষ করে যেখানে ব্যাট-বলের লড়াইটা সুষম থাকে, সেখানে এসব জিনিস সেভাবে চোখে পড়েনি। এমন উইকেটে ছেলেদের লড়াই করে ম্যাচ জিতে আসা খুব আনন্দের।’