promotional_ad

বাংলাদেশ সিরিজ নিয়ে শঙ্কা দেখছে না পিসিবি

হাত মেলাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা, পিসিবি
সামনেই বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর। কদিন আগেই এই সিরিজ দুটিকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগাররা। দলও ঘোষণা হয়ে গেছে। এর মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনাও ঘটেছে।

promotional_ad

ফলে শঙ্কার মুখে পড়ে গেছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। সূচি অনুযায়ী, আগামী ২১ মে বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানে যাওয়ার কথা। তবে পাকিস্তান সফরটি আদতে সময় মতো হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে।


আরো পড়ুন

পাকিস্তান শাহীন্সের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন গুল

১৯ ঘন্টা আগে
পাকিস্তানের কোচিং করানোর সময় উমর গুল

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড আপাতত সিরিজ বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়েছে। পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা সিরিজটি নিয়ে শঙ্কার কিছু দেখছেন না। দুই দেশের মধ্যে সিরিজটি নিয়ে নিয়মিত কথা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি।


promotional_ad

পিসিবির এই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। পিএসএল চলছে এবং এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’


আরো পড়ুন

পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

১৪ মিনিট আগে
আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত

দুই দেশের সংঘাতে এরই মধ্যে আইপিএলে দুটি ম্যাচের ভেন্যু বদলে ফেলতে হয়েছে বিসিসিআইকে। আর পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো সরিয়ে নিতে হচ্ছে করাচিতে। তবে এরই মধ্যে পিএসএলে খেলা বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান ছাড়ার আবেদন জানিয়েছেন। ফলে টুর্নামেন্টটি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।


এ প্রসঙ্গে পিসিবির মুখপাত্র আমির মির স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘গত রাতে পিএসএল প্রধান সালমান নাসিরের সঙ্গে বিদেশি খেলোয়াড়দের নৈশভোজে গল্প-গুজবের মধ্যে স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি উঠে এসেছে আলোচনায়। সীমান্তের দুই পাশে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হয়েছে, তবে আমরা মনে করছি না এর কোনো প্রভাব পিএসএলের ওপর পড়বে। তবে আল্লাহ না করুন, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে আমরা একসঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করব।’


বৃহস্পতিবার দুপুরে পিএসএলের পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার নির্ধারিত ম্যাচের কয়েক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে একটি ড্রোন দুর্ঘটনা ঘটেছে। এর পেছনে দুই পাকিস্তান-ভারতের মধ্যকার সংঘাতের কোনো যোগ থাকতে পারে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পাকিস্তানের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনটা হলে পাকিস্তানের ক্রিকেটই বড় শঙ্কার মুখে পড়ে যেতে পারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball