বাংলাদেশ সিরিজ নিয়ে শঙ্কা দেখছে না পিসিবি

ছবি: হাত মেলাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা, পিসিবি

ফলে শঙ্কার মুখে পড়ে গেছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। সূচি অনুযায়ী, আগামী ২১ মে বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পাকিস্তানে যাওয়ার কথা। তবে পাকিস্তান সফরটি আদতে সময় মতো হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে।
পাকিস্তান সফর অনিশ্চিতই বলা যায়: ফারুক
৩ ঘন্টা আগে
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড আপাতত সিরিজ বাতিলের গুঞ্জন উড়িয়ে দিয়েছে। পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা সিরিজটি নিয়ে শঙ্কার কিছু দেখছেন না। দুই দেশের মধ্যে সিরিজটি নিয়ে নিয়মিত কথা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

পিসিবির এই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই আমরা এখনই কোনো শঙ্কার কিছু দেখছি না। পিএসএল চলছে এবং এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’
নাহিদ-বাবরদের পিএসএল ম্যাচ স্থগিত
৩ ঘন্টা আগে
দুই দেশের সংঘাতে এরই মধ্যে আইপিএলে দুটি ম্যাচের ভেন্যু বদলে ফেলতে হয়েছে বিসিসিআইকে। আর পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো সরিয়ে নিতে হচ্ছে করাচিতে। তবে এরই মধ্যে পিএসএলে খেলা বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান ছাড়ার আবেদন জানিয়েছেন। ফলে টুর্নামেন্টটি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে পিসিবির মুখপাত্র আমির মির স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘গত রাতে পিএসএল প্রধান সালমান নাসিরের সঙ্গে বিদেশি খেলোয়াড়দের নৈশভোজে গল্প-গুজবের মধ্যে স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি উঠে এসেছে আলোচনায়। সীমান্তের দুই পাশে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হয়েছে, তবে আমরা মনে করছি না এর কোনো প্রভাব পিএসএলের ওপর পড়বে। তবে আল্লাহ না করুন, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে আমরা একসঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করব।’
বৃহস্পতিবার দুপুরে পিএসএলের পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার নির্ধারিত ম্যাচের কয়েক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে একটি ড্রোন দুর্ঘটনা ঘটেছে। এর পেছনে দুই পাকিস্তান-ভারতের মধ্যকার সংঘাতের কোনো যোগ থাকতে পারে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পাকিস্তানের পক্ষ থেকে এখনও এই ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনটা হলে পাকিস্তানের ক্রিকেটই বড় শঙ্কার মুখে পড়ে যেতে পারে।