পিএসএল ছেড়ে দেশে ফিরতে চান বিদেশি ক্রিকেটাররা

ছবি: পিএসএল

এর প্রভাব পড়েছে দুই দেশে চলা দুই ফ্র্যাঞ্চাইজি লিগেও। এরই মধ্যে আইপিএলের দুটি ম্যাচের ভেন্যু বদলে ফেলা হয়েছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বুধবারের ম্যাচ ঠিকমতো হলেও বাকি ম্যাচগুলো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পিএসএলে খেলা বিদেশি ক্রিকেটাররা এরই মধ্যে দেশে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
রিশাদকে টেস্ট দলে দেখতে চান মুশতাক
৭ ঘন্টা আগে
এর মধ্যে রয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার ডেভিড উইলি ও ক্রিস জর্ডান। দুজনই খেলছেন মুলতান সুলতান্সে। দলটি প্লে অফের দৌড়ে না থাকায় গ্রুপ পর্বে তাদের মাত্র আর একটি ম্যাচ বাকি রয়েছে। এবারের পিএসএলে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা।
অপারেশন সিঁদুরের পর তাঁদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তারা নিয়মিতভাবে এই দুই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ রাখছে। এরই মধ্যে ভারতের বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানেও বিমানচলাচল বন্ধ রয়েছে। এমন অবস্থায় ক্রিকেটাররা শঙ্কিত।

পাকিস্তান সফর অনিশ্চিতই বলা যায়: ফারুক
৩৯ মিনিট আগে
পিএসএলে খেলা এক বিদেশি ক্রিকেটার ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'ক্রিকেটাররা এখন ইসলামাবাদে আছে। বিভিন্ন দেশের হাইকমিশনারদের সঙ্গে তারা যোগাযোগ করছে। পিসিবি সভাপতিও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে গেছে। সবাই বলছে ইসলামাবাদ নিরাপদ। কিন্তু কখন কী হয় বলা যায় না। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচ-ক্রিকেটার মিলে এখানে ৪০-৪৫ জন ক্রিকেটার আছে। ওরা আসলে খুবই শঙ্কিত।'
সেই সূত্র আরও বলেছে, 'কী হচ্ছে সেটা ওরা বুঝতে পারছে না। এখানে অনুশীলনও হচ্ছে না দলগুলোর। পিসিবি সবাইকে বলেছে ম্যাচগুলো করাচিতে স্থানান্তর করতে চায়। ক্রিকেটাররা বলছে টুর্নামেন্ট দুবাইতে স্থানান্তর করতে। নয়ত তারা না খেলে যার যার দেশে ফেরত যেতে চায়।'
দুই দেশেই অবস্থান করা বিদেশি ক্রিকেটাররা বিপাকে পড়েছেন দেশে ফেরা নিয়ে। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগের ভাগ্য নির্ধারণ করতে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। এদিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং পেশাদার ক্রিকেটারদের সংস্থা (পিসিএ) এই পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা করেছে।
তারা পাকিস্তানে অবস্থান করা ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে। বিদেশি ক্রিকেটারদের চাওয়া পিএসএলের বাকি অংশ দুবাইতে সরিয়ে নিতে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড করাচিতে পিএসএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে চেষ্টা চালাচ্ছে।