বিসিএল

তানভীরের ৫ উইকেটের দিনে সৌম্যর আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:08 বুধবার, 06 ডিসেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে আগে ব্যাট করে ৪০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ইস্ট জোন। যদিও দলটির কোনো ব্যাটারই সেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন।

দলটি ৫ উইকেট হারিয়ে ২৪২ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছিল। এরপর শামসুর রহমানের ৫৩ ও তানজিম হাসান সাকিবের ৬৬ রানে ভর করে চারশো পেরোয় দলটি। নবম উইকেটে রেজাউর রহমান রাজার সঙ্গে সাকিবের জুটি থেকেই এসেছে ৯০ রান।

সাউথ জোনের হয়ে তানভীর ইসলাম একাই নিয়েছেন ৫ উইকেট। তিনি ৪২ ওভারে খরচা করেছেন ৪২ রান। ৩টি উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। এ ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন ও মঈন খান।

জবাবে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে সাউথ জোন। বড় রানের জবাবে খেলতে নেমে ওপেনিং জুটিতে এনামুল হক বিজয় ও সৌম্য সরকার তোলেন ৪৮ রান। বিজয় ২৬ রান করে নাইম আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন। 

স্বাচ্ছন্দ্যে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। তিনি ৪৮ বলে ৩৮ রান করে আউট হয়েছেন নাইম আহমেদের বলে বোল্ড হয়ে। যদিও ফজলে মাহমুদ ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে বেশ ভালোভাবেই দিন শেষ করেছে সাউথ জোন।

দলটি এখনও পিছিয়ে আছে ২৭৯ রানে। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত আছেন নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে। ফলে কিছুটা হলেও রঙ হারিয়েছে বাংলাদেশের প্রথম শ্রেণির এই টুর্নামেন্টটি।