promotional_ad

দুই দিনে টেস্ট জয়ের কথা ভাবছে না বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিরপুর টেস্টের প্রথম দিনে দুই দল মিলে হারিয়েছে ১৫ উইকেট। সময় যত বাড়বে ততই রাজত্ব বাড়বে স্পিনারদের। তাতে করে দুই দিনের মাঝে টেস্ট শেষ হয়ে যাওয়ার শঙ্কা জাগছে। যদিও দুই দিনে টেস্টের কথা ভাবছে না বাংলাদেশ। বরং প্রক্রিয়া মেনে নিউজিল্যান্ডকে হারানোর কথা বলছেন মেহেদী হাসান মিরাজ।


বাড়তি টার্ন, অসময় বাউন্স সবই দেখা গেছে মিরপুর টেস্টের প্রথম দিনে। পুরোটা সময় জুড়ে দাপট দেখিয়েছেন দুই দলের স্পিনাররা। কাটা ঘাস থাকায় স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন এটা অনুমেয়ই ছিল। হয়েছেও ঠিক এমনটাই। পাঁচ ওভার শেষে সরে গেছেন টিম সাউদি, কাইল জেমিসনরা। ষষ্ঠ ওভারেই এজাজ প্যাটেলের হাতে বল তুলে দেন সাউদি।


promotional_ad

অন্য প্রান্তে ডেকে আনা হয় মিচেল স্যান্টনারকেও। দুই স্পিনারই নিউজিল্যান্ডকে সাফল্য এনে দিয়েছেন। শেষ দিকে বাংলাদেশের ব্যাটারদের বিপাকে ফেলেছেন গ্লেন ফিলিপসও। তাতে করে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অল্পতে অল আউট হলেও শেষ বিকেলে রাজত্ব করেছেন বাংলাদেশের স্পিনাররা।


মাত্র ৫৫ রানের মাঝে মিরাজ, তাইজুল ইসলামরা ফিরিয়ে দিয়েছেন ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলদের। পুরো দিনে ১৫ উইকেট হারানোয় পাঁচ দিনে টেস্ট যাচ্ছে না এটা প্রায় নিশ্চিতই। সবাই যেন প্রহর গুনছে কত দ্রুত ঢাকা টেস্ট জিতবে বাংলাদেশ। যদিও দ্রুত খেলা শেষ করার কথা ভাবছে না স্বাগতিকরা।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমরা ২ দিনে জেতার চেষ্টা করছি না, প্রসেস ফলো করছি। টেস্টে অনেক কিছুই হতে পারে, অনেক দৃশ্যপট বাকি। কালকের দিন যেন নিজেদের করতে নিতে পারি। দ্রুত খেলা শেষ করার চিন্তা করছি না। আমরা ওভার কনফিডেন্ট না। টেস্টে একসময় ওরা উপরে, একসময় আমরা উপরে থাকব, এমন পরিস্থিতি আসে।’


মিরাজের চাওয়া দ্বিতীয় দিনটা নিজেদের করে নেয়া। তিনি বলেন, ‘আমরা কালকের দিনটা যেন নিজেদের করতে নিতে পারি। তাড়াতাড়ি খেলা শেষ করার চিন্তা করছি না। এখন আমরা ওপরে আছি, এক সময় ওরা ওপরে থাকবে। টেস্ট ক্রিকেট এরকমই। আমরা ওরকম অতিআত্মবিশ্বাসী নই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball