promotional_ad

৭ উইকেট হারিয়েও আশা ছাড়ছে না নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাইজুল ইসলাম-নাইম হাসানদের ঘূর্ণির মুখে পড়েছে নিউজিল্যান্ড। ৭ উইকেটে তাদের সংগ্রহ ১১৩ রান। জিততে হলে লম্বা পথ পাড়ি দিতে হবে কিউইদের। অন্যদিকে ৩ উইকেট তুলে নিলেই অবিস্মরণীয় জয়ের দেখা পাবে টাইগাররা।


জেসন গিলেস্পি থেকে শুরু করে কাইল মেয়ার্সরা অনেকবারই বাংলাদেশের হাতের মুঠোয় থাকা এমন ম্যাচ বের করে নিয়েছেন। নিউজিল্যান্ডের ভরসা হয়ে দাঁড়িয়ে আছেন ড্যারিল মিচেল। তিনি অপরাজিত ৪৪ রানে। তাই নিউজিল্যান্ডও আশা ছাড়ছে না।


চতুর্থ দিনের খেলা শেষে কিউই স্পিনার আইজাজ প্যাটেল জানিয়েছেন তারা এখনও ঘুরে দাঁড়ানোর আশায় আছেন। ২১৯ রান করে ম্যাচ বাঁচানো প্রায় অসম্ভব হলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না সফরকারীরা। প্যাটেল জানিয়েছেন, মিচেলের সঙ্গে থাকা ইশ সোধিও ভালো ব্যাট চালাতে পারেন।


promotional_ad

তিনি বলেন, 'অবশ্যই, আরো কিছু ব্যাটিং বাকি আছে। ডাজলার (ড্যারেল মিচেল) এখনো আছে, যে কিনা আজ খুব ভালো ব্যাট করেছে। আমরা জানি ইশ ব্যাট হাতে কতটা ভালো। আমার মনে হয় পুরোটা সময় লড়াই চালিয়ে যাব। কাল খুব আকর্ষণীয় দিন হতে যাচ্ছে। আমরা ঘুরে দাঁড়িয়ে লড়াই চালাব, দেখা যাক কি হয়।'


নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রান করে অল আউট হয়েছিল বাংলাদেশ। জবাবে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে ৭ রানের লিড নিয়ে ইনিংস শেষ করে কিউইরা। এরপর ৩৩৮ রান তুলে নিয়ে কিউইদের চ্যালেঞ্জের মুখেই ফেলে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।


বাংলাদেশের ভালো ব্যাটিংয়ের কৃতিত্বের চেয়ে উইকেটের সুবিধাকেই বড় করে দেখালেন প্যাটেল। চতুর্থ দিনের সকালে উইকেটে বোলারদের জন্য কিছু ছিল না। দিন বাড়ার সঙ্গে সঙ্গে স্পিনাররা ফ্লাইট পেয়েছেন। উইকেট থেকে পেয়েছেন বাড়তি সাহায্য। পঞ্চম দিনের উইকেট কেমন হবে তা নিয়েও কিউইরা ধোঁয়াশায় আছে।


প্যাটেল বলেন, 'সকালের দিকে উইকেটে তেমন কিছু ছিলো না। বেলা বাড়তে কিছুটা শুস্ক হয় এবং স্পিন ধরতে শুরু করে। পঞ্চম দিনে কেমন আচরণ করে উইকেট দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নতুন বলে কিছু না কিছু হচ্ছিলো। বল পুরনো হলে নরম হয়ে যাচ্ছিলো, তখন এত বিষাক্ত হচ্ছিলো না।'


বাংলাদেশের বোলারদের প্রশংসা করে কিউই এই স্পিনার আরও বলেন, 'এটা খারাপ উইকেট না। আমার মনে হয় তাদের বোলাররা শৃঙ্খলা মেনে বল করেছে, ভালো জায়গায় বল ফেলেছে। আমাদেরকে কঠিন প্রশ্নের মধ্যে ফেলেছে লম্বা সময় ধরে। উপমহাদেশে স্পিন খেলা সব সময় চ্যালেঞ্জের।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball