টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাদা বলের ক্রিকেটে রীতিমতো 'বিশেষজ্ঞ অলরাউন্ডার' বনে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অথচ অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে একেবারেই দেখা যায় না তাকে। অজিদের হয়ে টেস্টে না খেললেও এই সংস্করণের ক্রিকেটের ওপর আগ্রহ রয়ে গেছে ম্যাক্সওয়েলের। সুযোগ পেলে টেস্টও খেলতে চান তিনি।
২০১৩ সালে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। সেই থেকে কেবলমাত্র সাতটি টেস্ট ম্যাচে খেলতে দেখা গেছে তাকে। শেষবার জাতীয় দলের হয়ে ২০১৭ সালে টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার।

টেস্টে তার রেকর্ডও খুব বেশি সুবিধার নয়। সাত টেস্টে ২৬.০৭ গড়ে রান তুলেছেন ম্যাক্সওয়েল। আর ৪২.৬২ গড়ে নিয়েছেন আটটি উইকেট। এমন পারফরম্যান্সে টেস্ট দলে বরাবরই ব্রাত্য হন তিনি।
এমনকি অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডেও খেলতে দেখা যায় না ম্যাক্সওয়েলকে। টেস্ট খেলার আগ্রহ জানিয়ে সম্প্রতি তিনি বলেন, 'টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে আমি আশা ছেড়ে দেইনি। আমি যেভাবে সাদা বলের ক্রিকেটে খেলছি, আমার মনে হয় আমাকে সময়ের ব্যাপারে আরও বেশি বাস্তববাদী হতে হবে।'
২০২৩ বিশ্বকাপে অসাধারণ সময় কেটেছে ম্যাক্সওয়েলের। আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়ে অসাধারণ সব রেকর্ডও গড়েছেন তিনি। ফাইনালে ট্রাভিস হেডের সেঞ্চুরির ম্যাচে শেষদিকে নেমে দুই রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাক্সওয়েলের কাছে সেই দুই রান যেন পুরো আসর থেকেই মূল্যবান।
তিনি আরও বলেন, 'ফাইনাল ম্যাচে করা সেই দুই রান অসাধারণ ছিল। আমি মনে করি কোনোকিছুই এটার উপরে যেতে পারে না । এমনকি পুরো টুর্নামেন্টে কিছু কিছু মুহূর্ত ছিল, কিন্তু ফাইনালে.. সেটার উপরে আসলে কিছুই যেতে পারে না।'