Connect with us

আইসিসি

নিষেধাজ্ঞা থাকলেও খেলতে বাধা নেই শ্রীলঙ্কার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে কদিন আগে শ্রীলঙ্কার সদস্য পদ বাতিল করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সদস্যপদ না থাকলেও শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা নেই শ্রীলঙ্কার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

শ্রীলঙ্কার ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। বেশ কয়েকবারই গণমাধ্যমে এসে এমন খবর। বিশ্বকাপ চলাকালীন এসএলসিকে বরখাস্ত করে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এরপর অর্জুনা রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে নতুন অর্ন্তবর্তীকালিন কমিটি দেয়া তারা।


যদিও একদিনের ব্যবধানে নতুন অর্ন্তবর্তীকালিন কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করে শ্রীলঙ্কার আপিল আদালত। এরপরই রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ কেড়ে নেয় আইসিসি। সদস্যপদ স্থগিত থাকাকালীন শ্রীলঙ্কার কার্যক্রম কেমন হবে তা জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।


বিশ্বকাপের ফাইনাল শেষে হওয়া আইসিসির বোর্ড মিটিংয়ে নিজেদের অবস্থান তুলে ধরে শ্রীলঙ্কার প্রতিনিধিরা। নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন করা হলেও শেষ পর্যন্ত সেটা বহালই রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা থাকছে না শ্রীলঙ্কার। সুযোগ থাকছে আইসিসির টুর্নামেন্টেও খেলার। যদিও শর্ত জুড়ে দিয়েছে আইসিসি।

এসএলসি ক্রিকেট পরিচালনা করলেও আইসিসির তহবিলের পুরো অংশ পাচ্ছে না তারা। এর আগে ২০১৪-১৫ সময়টায় শ্রীলঙ্কার ক্রিকেট চলেছে অন্তর্বর্তীকালিন কমিটির মাধ্যমে। তবে শর্তের ভিত্তিতে অর্থ দিয়েছে আইসিসি। যদিও সেসময় সদস্যপদ বহাল ছিল লঙ্কানদের। এবার অবশ্য এখনই সদস্যপদ ফিরে পাচ্ছে না তারা।

সদস্যপদ না থাকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করতে পারছে না শ্রীলঙ্কা। ২০২৪ সালের শুরুর দিকে শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল যুব বিশ্বকাপ। পরবর্তীতে সেটি সরিয়ে নেয়া হয়েছে সাউথ আফ্রিকায়। আয়োজক না থাকলেও নতুন শর্তে সাউথ আফ্রিকায় হওয়া যুব বিশ্বকাপে খেলতে পারবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।

সর্বশেষ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘আফসোস আছে কিন্তু কথা বলতে চাই না’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

৭ উইকেট হারিয়েও আশা ছাড়ছে না নিউজিল্যান্ড

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘কেউ থাকুক আর না থাকুক, ভালো খেলছি কিনা এটাই জরুরী’

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘অসম্মানের কিছু নেই’, বিশ্বকাপের ওপর পা রাখা নিয়ে মার্শ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বাবরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

লেগ স্পিনার ‘গড়ে তোলার’ লক্ষ্যেই স্কোয়াডে রিশাদ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

আর্কাইভ