Connect with us

বিশ্বকাপ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরে সাউথ আফ্রিকায়


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞায় পড়েছে শ্রীলঙ্কা। দেশটির সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

এ কারণে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেয়া হয়েছে। এই টুর্নামেন্টের নতুন আয়োজক হিসেবে সাউথ আফ্রিকার নাম ঘোষণা করেছে আইসিসি।


আজ ভারতে অনুষ্ঠিত হয়েছে আইসিসির বোর্ড সভা। সেখানেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ। 


এর আগে গত ১০ নভেম্বর শ্রীলঙ্কার রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করে আইসিসি। মঙ্গলবার অনুষ্ঠিত আইসিসির সভাতেও তাদের এই স্থগিতাদেশ বহাল রেখেছে আইসিসি।

একটি সূত্র ক্রিকবাজকে বলেছে, ‘সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে যে নিষেধাজ্ঞা এখনই উঠিয়ে নেওয়া হবে না। ফলে দেশটিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্রিকেট চালু থাকবে।’

শ্রীলঙ্কার পক্ষ থেকে আইসিসির এই সভায় অংশগ্রহণ করেছেন ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি) ক্ষমতাচ্যুত সভাপতি শাম্মি ডি সিলভা। পূর্বানির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

যদিও একই সময় অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। সূচি অনুযায়ী ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। তবে সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে তারা দুটি টুর্নামেন্টই একই সময় আয়োজন করতে বদ্ধ পরিকর।

সর্বশেষ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘অসম্মানের কিছু নেই’, বিশ্বকাপের ওপর পা রাখা নিয়ে মার্শ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বাবরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

লেগ স্পিনার ‘গড়ে তোলার’ লক্ষ্যেই স্কোয়াডে রিশাদ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডাওরিচের আচমকা অবসর

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ, অপেক্ষা ৩ উইকেটের

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

ফিরলেন স্যামসন, ওয়ানডে দল থেকে বাদ সূর্যকুমার

আর্কাইভ