promotional_ad

আবারও বাংলাদেশের টিম ম্যানেজারের দায়িত্বে নাফিস ইকবাল

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে ছিলেন না নাফিস ইকবাল। গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের চাওয়াতেই ভারত বিশ্বকাপে যাওয়া হয়নি তার। এবার আবারও জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে ফিরতে যাচ্ছেন নাফিস। আসন নিউজিল্যান্ড সিরিজেই জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে দেখা যাবে সাবেক এই ক্রিকেটারকে।


বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। দ্রুতই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন নাফিস। আপাতত শুধু দুই টেস্টেই কাজ করবেন নাফিস।


promotional_ad

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। তারপর ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব দেয়া হয় নাফিসকে।


তখন থেকেই নিয়মিতই এই দায়িত্ব পালন করে যাচ্ছিলেন নাফিস। যদিও গত বছর তাকে পদ থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন ওঠে। অভিযোগ ছিল দলের খেলোয়াড়দের সঙ্গে ভালো ব্যবহার করেন না তিনি। তখন অব???্য সরানো হয়নি তাকে।


বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলা নাফিসকে বাদ দেয়া হয় বিশ্বকাপ শুরু হওয়ার আগমুহূর্তেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছিল বাংলাদেশ। ২৬ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে দল ছেড়ে চলে যান তিনি।


এটা নিয়ে অবশ্য জলঘোলাও হয়েছে অনেক। গুঞ্জন ওঠে, নাফিস নাকি দলকে না জানিয়েই ছেড়ে যান। পরে অবশ্য নাফিস জানান, সব ধরনের প্রক্রিয়া মেনেই দায়িত্ব ছাড়েন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball