Connect with us

বিশ্বকাপ

আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে ৬ ভারতীয়, অধিনায়ক রোহিত


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপ না জিতলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এবারের বিশ্বকাপ সেরা একাদশে জায়গা করে নিয়েছেন ৬ ভারতীয় ক্রিকেটার। প্যাট কামিন্সের নেতৃত্বে অজিরা বিশ্বকাপ জিতলেও এই একাদশের অধিনায়কত্বে নাম আছে রোহিত শর্মার।

আসরে সবচেয়ে বেশি (৩১টি) ছক্কা হাঁকানো রোহিত পুরো আসরে রান করেছেন ৫৪.২৭ গড়ে ৫৯৭। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আইসিসির দেয়া একাদশে ইনিংসের সূচনা করবেন তিনি। তার সঙ্গী হিসেবে আছেন কুইন্টন ডি কক।


পুরো আসরে সবচেয়ে বেশি (চারটি) সেঞ্চুরি হাঁকানো ডি কক এবারের বিশ্বকাপে করেন ৫৯.৪০ গড়ে ৫৯৪ রান। রান তালিকায় তৃতীয় স্থানে আছেন এই সাউথ আফ্রিকান। এই দুই ওপেনারের পর তৃতীয় স্থানে রাখা হয়েছে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হওয়া বিরাট কোহলিকে।


পুরো আসরে ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন কোহলি। অনুমিতভাবেই এই বিশ্বকাপ নিয়ে বানানো যেকোনো একাদশে জায়গা করে নেবেন ভারতের এই ব্যাটিং সুপারস্টার। একাদশে চতুর্থ স্থানে আছেন ড্যারিল মিচেল।

সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি করে দল জেতাতে না পারলেও ৬৯ গড়ে ৫৫২ রান করেছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। পাঁচ নম্বরে আইসিসি রেখেছে লোকেশ রাহুলকে। ফাইনালে হাফ সেঞ্চুরি পাওয়া রাহুল আসরে ৭৫.৩৩ গড়ে করেছে ৪৫২ রান।

ছয়ে আছেন এই বিশ্বকাপে একমাত্র ডাবল সেঞ্চুরি হাঁকানো গ্লেন ম্যাক্সওয়েল। আসরে ৬৬.৬৬ গড়ে ৪০০ রান করেন তিনি। ৫৫ গড়ে নেন ছয় উইকেট। সাতে থাকা রবীন্দ্র জাদেজা ৪০ গড়ে করেন ১২০ রান, বল হাতে নেন ২৪.৮৭ গড়ে ১৬ উইকেট।

বোলারদের মধ্যে আইসিসি রেখেছে সবচেয়ে বেশি উইকেট পাওয়া চার বোলারকেই। এরা হলেন মোহাম্মদ শামি (২৪ উইকেট), অ্যাডাম জাম্পা (২৩ উইকেট), দিলশান মাদুশাঙ্কা (২১ উইকেট) এবং জসপ্রীত বুমরাহ (২০ উইকেট)। আর এই তালিকায় পাঁচ নম্বরে থাকা জেরাল্ড কোয়েটজে (২০ উইকেট) আছেন দ্বাদশ ব্যক্তি হিসেবে।

সর্বশেষ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বড় দলকে হারানোর মজাই আলাদা: তাইজুল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘অসম্মানের কিছু নেই’, বিশ্বকাপের ওপর পা রাখা নিয়ে মার্শ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বাবরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

লেগ স্পিনার ‘গড়ে তোলার’ লক্ষ্যেই স্কোয়াডে রিশাদ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডাওরিচের আচমকা অবসর

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ, অপেক্ষা ৩ উইকেটের

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

ফিরলেন স্যামসন, ওয়ানডে দল থেকে বাদ সূর্যকুমার

আর্কাইভ