জাতীয় ক্রিকেট লিগ

মুশফিক-শান্তদের ব্যর্থতার দিনে নাইমের হ্যাটট্রিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:38 শনিবার, 18 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের শেষে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিমরা জাতীয় লিগে ফেরায় প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টটি। যদিও এদিন ব্যাট হাতে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি তারা। হ্যাটট্রিক করে জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনের আলো কেড়ে নিয়েছেন নাইম হাসান।

রাজশাহী বিভাগের পেসার মোহর শেখকে দিয়ে শুরু। এরপর সাকলাইন সজীব ও নাহিদ রানাকে আউট করে প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক তুলে নেন চট্টগ্রামের এই স্পিনার। এই স্পিনারের তাণ্ডবেই রাজশাহীর ইনিংস গুটিয়ে গেছে ১৮৯ রানে।

নাইম ছাড়াও হাসান মুরাদ পেয়েছেন ৪টি উইকেট। রাজশাহীর স্বল্প রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলে প্রথম দিন শেষ করেছে চট্টগ্রাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে আগে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা।

রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে মাত্র ১০ রান করেই ফেরেন তিনি। অবশ্য সেই ধাক্কাটা বেশ ভালো ভাবেই সামাল দিয়েছেন দলের অধিনায়ক শান্ত ও ওপেনার সাব্বির। ইনিংস মেরামতে দুই ব্যাটার মিলে গড়েন ৮১ রানের জুটি। 

যদিও ম্যাচের ২৪ তম ওভারে রাজশাহী শিবিরে জোড়া আঘাত হানেন মুরাদ। এই স্পিনারের বলে শর্ট স্কয়ার লেগে ক্যাচ তুলে ৩১ রানেই ফেরেন শান্ত। ওভারের পঞ্চম বলে নত্তুন ব্যাটার আশিক উল আলমকেও শূন্য রানে থামান মুরাদ। এরপর উইকেটে এসে সুবিধা করতে পারেননি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। 

৯ বলে শূন্য রান করা এই ব্যাটারকেও বোল্ড করে সাজঘরে ফেরান মুরাদ। অবশ্য বাকিদের আসা যাওয়ার মাঝেও এক পাশ আগলে রেখেছিলেন সাব্বির। তাকে সঙ্গ দিতে এসে সাব্বির রহমানও ফিরেছেন ব্যর্থ হয়ে। ১১ বলে ২ রান করা এই মিডল অর্ডার ব্যাটারকে বোল্ড করেন হাসান। এরপর উইকেটে থিতু হয়ে থাকা সাব্বির হোসেনকেও বোল্ড করেন হাসান। 

হাফ সেঞ্চুরি করা সাব্বির হোসেন ৮১ বলে ৭৩ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে। ১২০ রানে ৬ উইকেট হারানো রাজশাহীর সংগ্রহ বাড়িয়েছেন অবশ্য উইকেটরক্ষক ব্যাটার প্রিতম কুমার। সানজামুল ইসলামকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন তিনি। অবশ্য ১৬ রানে সানজামুল ফিরলে তাকে আর কেউ যোগ সঙ্গে দিতে পারেনি। ফলে হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৪৭ রানে অপরাজিত থাকেন প্রীতম। 

জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষ সময় ৩০ রানে দুই উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। অবশ্য বাকি সময়টা সাব্বির হোসেন শিকদার (২১)* ও ইরফান শুক্কুর (২২)* দেখেশুনেই শেষ করেছেন। ১১৭ রানে পিছিয়ে থেকে ম্যাচে দ্বিতীয় দিন শুরু করবেন তারা।  

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)-

রাজশাহী বিভাগ (প্রথম ইনিংস)- ১৮৯/১০ (৪৮.২ ওভার) (সাব্বির ৭৩; প্রীতম ৪৭*) (মুরাদ ৪/৭৩)
  
চট্টগ্রাম বিভাগ (প্রথম ইনিংস)- ৭২/২ (২০.১ ওভার) (শুক্কুর ২২*; শিকদার ২১*) (সাকলাইন সাজিব ১/১৯)