জাতীয় ক্রিকেট লিগ

১০ম উইকেটে রাব্বি-তানভীরের ১১১ রানের জুটি, বরিশালের ২৩৯

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:53 শনিবার, 18 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আল আমিন হোসেন এবং সৌম্য সরকারের পর বরিশাল বিভাগের ব্যাটারদের চেপে ধরেন শেখ মেহেদী। তাতে করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১২৮ রানে ৯ উইকেট হারিয়ে বসে তারা। এমন বিপর্যয় থেকে বরিশালকে টেনে তোলেন কামরুল ইসলাম রাব্বি এবং তানভীর ইসলাম।

দশম উইকেটে তারা দুজনে যোগ করেন ১১১ রান। রাব্বি এবং তানভীরের হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ২৩৯ রানের পুঁজি পায়। শেষ বিকেলে জবাব দিতে নেমে বিনা উইকেটে ১৬ রান তুলেছে খুলনা বিভাগ। বরিশালের চেয়ে ২২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবেন খুলনার এনামুল হক বিজয় এবং প্রান্তিক নওরোজ নাবিল।

খুলনার শেষ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় বরিশাল। রানের খাতা খোলার আগেই রান আউটে কাটা পড়েন রাফসান আল মাহমুদ। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন মইনুল ইসলাম এবং মোহাম্মদ নুরুজ্জামান। তাদের দুজনের ৪৩ রানের জুটি ভাঙেন সৌম্য। ডানহাতি এই মিডিয়াম পেসারের বলে শেখ মেহেদীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩১ রান করা মইনুল।

কিছুক্ষণ বাদেই আউট হয়েছেন নুরুজ্জামান। পেসার আল আমিনের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন ১৪ রান করা এই ব্যাটার। এরপর শেখ মেহেদীর স্পিন জালে ফেঁসে যায় বরিশাল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তাতে করে মাত্র ১২৮ রানে ৯ উইকেট হারায় বরিশাল। তবে সেখান থেকে বরিশালকে টেনে তোলেন রাব্বি ও তানভীর।

দ্রুত রান তোলার সঙ্গে বরিশালকে এগিয়ে নিতে থাকেন তারা দুজন। ৯৯ বলে ৬১ রানের ইনিংস খেলে রাব্বি ফিরে গেলে ভাঙে তাদের ১১১ রানের জুটি। মাত্র ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তানভীর। খুলনার হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদী।

শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে খুলনাকে কোনো উইকেট হারাতে দেননি বিজয় এবং প্রান্তিক নওরোজ নাবিল। ৫ ওভার ব্যাটিং করে তারা দুজনে তোলেন ১৬ রান। বিজয় ১১ এবং নাবিল অপরাজিত রয়েছেন ৫ রানে। দ্বিতীয় দিন সকালে আবারও ব্যাটিংয়ে নামবেন তারা দুজন।