জাতীয় ক্রিকেট লিগ

জাতীয় লিগে চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:20 রবিবার, 12 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

তৃতীয় দিনের শেষ বিকেলেই নিজেদের কাজটা এগিয়ে রেখেছিল ঢাকা বিভাগ। শেষ দিনে জাকির হাসান সিলেট বিভাগের হয়ে লড়াই করলেও তা কাজে আসেনি। দ্বিতীয় ইনিংসে ২১০ রান তাড়া করতে নেমে সিলেট গুটিয়ে যায় ১৫৭ রানে। শুভাগত হোম, নাজমুল ইসলাম অপুদের দারুণ বোলিংয়ে সহজ জয়ই পায় ঢাকা বিভাগ।

পাঁচ ম্যাচের চার জয় পাওয়া ঢাকা বিভাগ ড্র করেছে একটি ম্যাচে। সবমিলিয়ে তাদের পয়েন্ট ৩৭। এদিকে দুই থাকা ঢাকা বিভাগের পয়েন্ট মাত্র ১৪। শেষ রাউন্ডে জয় পেলেও ঢাকা বিভাগকে টপকে যেতে পারবে না ঢাকা মেট্রো। ফলে এক রাউন্ড বাকি থাকতেই এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতল সাইফ হাসানের ঢাকা বিভাগ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জয়ের জন্য ২১০ রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে ৩৯ রানে ৪ উইকেট হারায় সিলেট। শেষ দিনে ম্যাচ জিততে ৭ উইকেটে ১৭১ রান প্রয়োজন ছিল রান। তাওহীদুল ইসলামকে সঙ্গে এদিন সকালে ব্যাটিংয়ে নামেন জাকের আলী অনিক। তাদের জুটি বড় হতে দেননি শুভাগত।

ডানহাতি এই অফ স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ১৫ রান করা তাওহীদুল এরপর জাকেরকে নিয়ে সিলেটকে এগিয়ে নিতে থাকেন জাকির। জ্বরের কারণে টপ অর্ডারে ব্যাটিংয়ে নামতে না পারলেও দলের প্রয়োজনে সাত নম্বরে খেলতে নামেন তিনি। তারা দুজনে মিলে যোগ করেন ৫৫ রান। জাকেরের বিদায়ে ভাঙে তাদের এই জুটি।

নাজমুল অপুর বলে বোল্ড হয়ে ফিরেছেন জাকের। সাজঘরে ফেরার আগে খেলেছেন ১২৮ বলে ৩০ রানের ধীরগতির ইনিংস। অধিনায়ক জাকিরকে সঙ্গ দিতে থাকেন রাহাতুল ফেরদৌস। যদিও জুটি বড় করতে দেননি নাজমুল অপু। বাঁহাতি এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়ে জাকির ফিরলে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ঢাকা।

সিলেটের অধিনায়ক আউট হয়েছেন ৯৪ বলে ৪৪ রানের ইনিংস খেলে। রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ থিতু হতে না পারলেও এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করছিলেন রাহাতুল। তবে শেষ ব্যাটার হিসেবে তিনি ২১ রান করে ফিরলে ৫২ রানে হারতে হয় সিলেটকে। ঢাকার হয়ে শুভাগত চারটি এবং নাজমুল অপু নিয়েছেন তিনটি উইকেট।