Connect with us

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডসের মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তিরুবনন্তপুরামে এই ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দেয়ায় দুই দলের জন্য ওভার কমিয়ে ২৩- এ আনা হয়। যদিও নেদারল্যান্ডসের ইনিংসে ফের বৃষ্টি পড়লে পরবর্তীতে আর খেলাই গড়ায়নি।

২৩ ওভারের ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করে স্টিভ স্মিথের হাফ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া তোলে ৭ উইকেটে ১৬৬ রান। ওপেনিংয়ে নামা স্মিথ এ দিন করেন ৪২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৫ রান। এছাড়া ২৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন।


অ্যালেক্স ক্যারির ব্যাটে আসে ২৮ এবং মিচেল স্টার্ক করেন অপরাজিত ২৪ রান। ডাচদের হয়ে দুটি করে উইকেট নেন লোগান ভ্যান বিক, ভ্যান ডার মারওয়ে এবং ব্যাস ডি লিড।


লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই স্টার্কের তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। স্টার্কের প্রথম শিকার ওপেনার ম্যাক্স ও’ডাউড। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে তার ইনসুইং ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের শিকার হন ম্যাক্স ও’ডাউড।

পরের বলেই ওয়েসলি বারেসিকে ফেরান স্টার্ক। তিনে নামা এই ব্যাটার ফিরে যান বোল্ড হয়ে। স্টার্কের হ্যাটট্রিক পূর্ণ হয় ইনিংসের তৃতীয় ওভার ও নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে। তার ইনসুইং ইয়র্কারে বোল্ড হন অলরাউন্ডার ডি লিড।

পরপর তিন উইকেট হারানোর ধাক্কায় আর খেই হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগপর্যন্ত ১৪.২ ওভারে ৬ উইকেটে ৮৪ রান তোলে তারা। দলটির হয়ে ৩১ রানের অপরাজিত থাকেন কলিন অ্যাকারম্যান।

সর্বশেষ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

মেয়েদের আইপিএলে দল পেলেন না মারুফা-রাবেয়া

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ক্যাম্ফারকে মারতে যাওয়ায় ২ ম্যাচ নিষিদ্ধ রাজা

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের যুবাদের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

প্রথম বহরে ১৪ জনকে নিয়ে রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘টেস্টে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘যখনই কাউকে শাস্তি দিয়েছি, দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

৭১ টিভির বিরুদ্ধে মুশফিকের লিগ্যাল নোটিশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

সাউথ আফ্রিকায় ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ভারত সিরিজে আবারও ধাক্কা খেল সাউথ আফ্রিকা

আর্কাইভ