Connect with us

এশিয়া কাপ

৭ ওভারেই ম্যাচ জিতে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

​|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের তোপের মুখে মাত্র ৫০ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে খেলতে নেমে ৪৩.৫ ওভার হাতে রেখেই ১০ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। শুভমান গিল ২৭ ও ইশান কিশান ২২ রানে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এ নিয়ে এশিয়ার কাপের অষ্টম শিরোপা জয়ের স্বাদ পেল ভারত।

এই ম্যাচে টসে জিতে আগে বোলিং নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারেই কুশাল পেরেরাকে ফিরিয়ে লঙ্কানদের ভালো শুরু পেতে দেননি জসপ্রিত বুমরাহ। এরপর বাকিটা ছিল মোহাম্মদ সিরাজময়। তিনি একাই লঙ্কানদের গুটিয়ে দিয়েছেন।


তিন স্লিপ নিয়ে নিজের দ্বিতীয় ওভারের বোলিং শুরু করেছিলেন সিরাজ। প্রথম বলটি করেছিলেন অফ স্টাম্পের বাইরে লেংথে। পাথুম নিশাঙ্কা ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন। পরের বলে কোনো রান দেননি সিরাজ। তৃতীয় বলে ভারতীয় এই পেসারের শিকার হন সাদিরা সামারাবিক্রমা।


অফ স্টাম্পের বাইরের শর্ট অব লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে এলবিডব্লিউ হয়েছেন সামারাবিক্রমা। যদিও রিভিউ নিয়েছিলেন লঙ্কান এই ব্যাটার। তবে টিভি রিপ্লেতে দেখা যায় বলের বলের হিটিং এবং ইমপ্যাক্ট দাগের মধ্যেই রয়েছে। ফলে ফিরে যেতে হয় সামারাবিক্রমাকে।

পরের বলে সিরাজের তৃতীয় শিকার হয়েছেন চারিথ আসালাঙ্কা। সিরাজের ফুলার লেন্থের বলে পুশ করেছিলেন আসালাঙ্কা তবে ব্যাটে-বলে না হলে তা সোজা চলে চায় কাভারে ইশান কিশানের হাতে। সেখানে সহজ ক্যাচ নিয়েছেন এই ভারতীয় ফিল্ডার।

পরের বলে হ্যাটট্রিকের সুযোগ ছিল সিরাজের সামনে। এ জন্য স্লিপে ছিলেন চারজন। যদিও বলটি পুশ করে চার মেরে দেন ধনঞ্জয়া ডি সিলভা। ফিল্ডার না থাকায় সীমানা পর্যন্ত বলের পেছনে দৌড়ান বোলার সিরাজ। তবে বলটি ফেরাতে পারেননি।

ওভারের শেষ বলে ফুলার লেন্থের ডেলিভারিতে ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে উড়িয়ে মেরেছিলেন ধনঞ্জয়া। তবে আউট সাইড এজ হয়ে তা চলে যায় উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে। পরের ওভারটি মেইডেন নিয়েছেন বুমরাহ। ফিরতি ওভারে এসে চতুর্থ বলে দাসুন শানাকাকে দারুণ এক আউট সুইংয়ে বোল্ড করে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েন সিরাজ।

এরপর বুমরাহর ওভারে টানা দুই চার মেরে প্রতিরোধের ইঙ্গিত দিয়েছিলেন কুশাল মেন্ডিস। তাকেও বোল্ড করে শ্রীলঙ্কার প্রতিরোধ ভেঙ্গে দিয়েছেন বুমরাহ। এরপর দুনিথ ওয়েলেলাগেকে ফিরিয়েছেন হার্দিক। এরপর প্রমোদ মাদুশান ও মাথিসা পাথিরানাকে পরপর দুই বলে আউট করে লঙ্কানদের ইনিংস ৫০ রানে গুটিয়ে দিয়েছেন হার্দিক।

সর্বশেষ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডাওরিচের আচমকা অবসর

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

তাইজুলের ঘূর্ণিতে দিশাহারা নিউজিল্যান্ড

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

ফিরলেন স্যামসন, ওয়ানডে দল থেকে বাদ সূর্যকুমার

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘শান্ত ভালো লিডার, নেতৃত্বের ভেতরের জিনিসগুলো বুঝে’

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে সৌম্য, নতুন মুখ রিশাদ-রাকিবুল

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

শান্তকে নিয়ে রাতে ভেবে ছক কষবে নিউজিল্যান্ড

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

৫ রান জরিমানা শুনে মুমিনুল বললেন, তাহলে বড় ইস্যু

আর্কাইভ