Connect with us

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

ইংল্যান্ডের উইকেটে কখনই নিজেকে সেট মনে হয় না: রোহিত


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

২০২১ সালে ইংল্যান্ড সফরে গিয়ে ৪টি টেস্ট খেলেছিল ভারত। সেই সিরিজে ভারতের সেরা ব্যাটার ছিলেন রোহিত শর্মা। ৮ ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ৩৬৮ রান। ব্যাটিং গড় ছিল প্রায় ৫৩। সেবার রোহিতের রান করার পাশাপাশি তার ইংল্যান্ডের মাটি কামড়ে পড়ে থাকার দক্ষতাও বেশ নজর কেড়েছিল সবার।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে আবারও সেই ইংল্যান্ডে ভারতীয় দল। দলটির অধিনায়ক এখন রোহিত। কাগজে কলমে এখন আর ভারতের টেস্ট দলের সেরা ব্যাটার নন তিনি। তবুও মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে সতীর্থদের সফলতার টোটকা দিয়েছেন তিনি।


সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিত বলেছেন, ইংল্যান্ডের মাটিতে লম্বা সময় ব্যাটিং করা সহজ ব্যাপার নয়। এমনকি ইংল্যান্ডে কখনই নিজেকে সেট ব্যাটার মনে হয় না। সেই সঙ্গে ঘনঘন মেঘের আনাগোনায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ব্যাটারদের। 


রোহিত বলেছেন, 'আমার মনে হয় যে সাধারণভাবে ব্যাটিংয়ের জন্য ইংল্যান্ড অত্যন্ত কঠিন জায়গা। পরিস্থিতি যথেষ্ট কঠিন হয়। তবে কঠিন লড়াইয়ের জন্য আগে থেকে প্রস্তুত হলে আপনি সাফল্য পাবেন।'

২০২১ সালেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেবার শিরোপার স্বাদ পাওয়া হয়নি ভারতের। ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল তাদের।

সেই অভিজ্ঞতা থেকেই রোহিত বলেন, ‘২০২১ সালে আমি একটা বুঝতে পেরেছিলাম। (ইংল্যান্ডের মাঠে) কখনও আপনি সেট হন না। আবহাওয়া পালটাতে থাকে। দীর্ঘক্ষণ ধরে মনঃসংযোগ বজায় রেখে যেতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে কখন বোলারদের আক্রমণ করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে মাঠে নেমে বুঝতে হবে যে নিজের শক্তির জায়গা কোনটা।’

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন