Connect with us

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ

ব্রডের ৫ উইকেটের পর ক্রলি-ডাকেটের দৃঢ়তা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

স্টুয়ার্ট ব্রডের আগুনে বোলিং আর জ্যাক ক্রলি ও বেন ডাকেটদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লর্ডস টেস্টের প্রথম দিনে রাজত্ব করেছে স্বাগতিক ইংল্যান্ড। আগে ব্যাট করা আয়ারল্যান্ডকে তারা অল আউট করে দিয়েছে ১৭২ রানে। জবাবে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে ১৫২ রান করে দিন শেষ করেছে ইংল্যান্ড।

আয়ারল্যান্ডের চেয়ে তারা এখনও পিছিয়ে আছে ২০ রানে। এই ম্যাচে টসে জিতে আগে বোলিং নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি ইংলিশ বোলাররা। ইনিংসের পঞ্চম ওভারে ব্রডের বলে স্টাম্পের লাইন মিস করে এলবিডব্লিউ হন পিটার মুর।


পরের ওভারে এসে জোড়া আঘাত হানেন এই ইংলিশ পেসার। আউট করেন অ্যান্ডু বালবির্নি ও হ্যারি টেক্টরকে। প্রায় আউট হয়ে গিয়েছিলেন পল স্টার্লিংও। তবে শেষ পর্যন্ত এলবিডব্লিউইয়েরন বিরুদ্ধে রিভউ নিয়ে বেঁচেছেন তিনি। এরপর জ্যাক লিচের বলের বলে ব্যক্তিগত ৩০ রানে সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন স্টার্লিং।


একপ্রান্ত আগলে রেখে আইরিশদের হাল ধরতে চেয়েছিলেন জেমস ম্যাককলাম। ১০৮ বলের ধৈর্যশীল ইনিংস থামে ৩৬ রানে। ব্রডের বলে স্লিপে ক্যাচ দেন এই আইরিশ ব্যাটার। শেষদিকে কার্টিস ক্যাম্ফারের ৩৩ রানে ভর করে ১৫০ এর কোটা পেরিয়ে যায় আয়ারল্যান্ড।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ব্রড একাই নেন ৫ উইকেট। এর মধ্যে দিয়ে টেস্ট ক্যারিয়ারে ২০তম ৫ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ তারকা। ম্যাথু পট ২টি ও জ্যাক লিচ নিয়েছেন ৩ টি উইকেট। এরপর ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ক্রলি ও ডাকেট।

দুজনেই যোগ করেন ১০৯ রান। এই দুজনের ওপেনিং জুটি ভেঙেছেন অভিষিক্ত ফিওন হ্যান্ড। ক্রলি আউট হওয়ার আগে করেন ৪৫ বলে ৫৬ রান। বাকি সময়টা দেশেশুনে পার করেছেন ওলি পোপ ও ডাকেট। পোপ ৩৫ বলে ২৯ ও ডাকেট ৭১ বলে ৬০ রানে অপরাজিত আছেন ।  

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন